shono
Advertisement

বুধবার রাজ্যে সম্পূর্ণ লকডাউনে বাতিল একাধিক ট্রেন, দেখে নিন তালিকা

যাত্রীদের সুবিধার্থে আগে থেকে বাতিল ট্রেনের তালিকা প্রকাশ রেলের। The post বুধবার রাজ্যে সম্পূর্ণ লকডাউনে বাতিল একাধিক ট্রেন, দেখে নিন তালিকা appeared first on Sangbad Pratidin.
Posted: 10:41 AM Aug 04, 2020Updated: 10:43 AM Aug 04, 2020

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজ্যের সম্পূর্ণ লকডাউনের (Complete Lockdown) দিনগুলোয় বন্ধ থাকবে ট্রেন ও বিমান পরিষেবা। এ বিষয়ে প্রথমে গররাজি হলেও, পরে নবান্নের আবেদন মেনে তা মঞ্জুর করেছে কেন্দ্র। ফলে আগস্টের ৭ দিন, যে দিনগুলোয় রাজ্যে সম্পূর্ণ লকডাউন, সেই দিনগুলোয় রাজ্যের কোনও স্টেশন থেকে কোনও ট্রেন চলবে না। বাইরে থেকে কোনও ট্রেনও এ রাজ্যে থামবে না। করোনায় সংক্রমণ রুখতে ‘ব্রেক দ্য চেন’ ফর্মুলায় লকডাউনে এটিও এক গুরুত্বপূর্ণ অংশ বলে মনে করছে নবান্ন।

Advertisement

এ মাসের প্রথম লকডাউন আগামিকাল, বুধবার। ফলে ওইদিন বেশ কয়েকটি স্পেশ্যাল ট্রেন বাতিল। যাত্রীদের সুবিধায় সেই মর্মে বিজ্ঞপ্তিও জারি করেছে রেল। একনজরে দেখে নেওয়া যাক, কোন কোন ট্রেন বাতিল করা হয়েছে –

  • আপ ও ডাউন হাওড়া-পাটনা এক্সপ্রেস
  • হাওড়া-নিউ দিল্লি এসি এক্সপ্রেস
  • আপ ও ডাউন হাওড়া-বারবিল স্পেশ্যাল
  • শিয়ালদহ-নিউ আলিপুরদুয়ার স্পেশ্যাল
  • শিয়ালদহ-ভুবনেশ্বর এবং ভুবনেশ্বর-শিয়ালদহ দুরন্ত এক্সপ্রেস
  • হাওড়া-ভুবনেশ্বর স্পেশ্যাল
  • যশোবন্তপুর-হাওড়া দুরন্ত এক্সপ্রেস
  • হাওড়া-যশোবন্তপুর স্পেশ্যাল
  • বাতিল শালিমার-পাটনা দুরন্ত স্পেশ্যাল এক্সপ্রেস।

এছাড়া আরও বেশ কিছু ট্রেনের যাত্রাপথ বদল করা হয়েছে। যার মধ্যে থাকছে সেকেন্দ্রাবাদ-হাওড়া স্পেশ্যাল। এই ট্রেন হাওড়ার বদলে ভুবনেশ্বর পর্যন্ত যাত্রা করবে। ভুবনেশ্বর থেকে নয়াদিল্লি স্পেশ্যাল এবং এসি এক্সপ্রেস চললেও এ রাজ্যের কোনও স্টেশনে তা থামবে না বলে জানিয়ে দিয়েছে রেল। তবে সোমবার সন্ধেবেলাই ফের রাজ্যে লকডাউনের দিন পরিবর্তন হয়েছে। আগস্টের শেষভাগের কয়েকদি দিন বদল করেছে নবান্ন। ফলে সেইমতো রেলকেও ফের ট্রেন বাতিলের নতুন তালিকা তৈরি করতে হবে।

[আরও পড়ুন: গভীর নিম্নচাপের জেরে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে, চিন্তা আমফান বিধ্বস্ত এলাকায়]

এর আগে গত ২৩ তারিখ রাজ্যে সম্পূর্ণ লকডাউনের দিন পূর্বনির্ধারিত ট্রেন চলাচল করেছিল। ওইদিন যাত্রীদের সুবিধায় রাজ্য সরকারের তরফেই বিশেষ বাসের ব্যবস্থা করা হয়েছিল। তাতে সম্পূর্ণ লকডাউনের নিয়ম ভাঙা হয়েছে বলে মুখ্যমন্ত্রী মনে করেছিলেন। এরপরই রেল এবং অসামরিক বিমান মন্ত্রকের নতুন করে আবেদন জানানো হয় রাজ্যের তরফে যে সম্পূর্ণ লকডাউনের দিনগুলোয় যেন রেল, বিমান পরিবহণও বন্ধ থাকে। সেই আবেদন মেনে রেলের এই সিদ্ধান্ত। ওই দিনগুলোয় রাজ্যের কোনও বিমানবন্দর থেকে উড়ান পরিষেবাও বন্ধ থাকবে।

[আরও পড়ুন: লকডাউনের দিনক্ষণ বারবার বদলে ক্ষুব্ধ বিরোধীরা, মন্ত্রিসভা ভেঙে দেওয়ার দাবি মান্নানের]

The post বুধবার রাজ্যে সম্পূর্ণ লকডাউনে বাতিল একাধিক ট্রেন, দেখে নিন তালিকা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup রাজধানী এক্সপ্রেস toolbarvideo ISL10 toolbarshorts রোববার