সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বকাপে (ICC World Cup 2023) শ্রীলঙ্কার বিরুদ্ধে ৫ উইকেট নেওয়ার পর চর্চায় উঠে এসেছিল তাঁর সেলিব্রেশন। খেলার মাঠে সজদা করতে গিয়েও থেমে যেতে হয়েছে মহম্মদ শামিকে, এমনটাই মনে করেছিল নেটদুনিয়ার একাংশ। অনেকেই প্রশ্ন তুলেছিলেন, ভারতীয় ক্রিকেটার বলেই কি সজদা করতে চেয়েও করতে পারেননি তারকা পেসার? অবশেষে সেই বিতর্কে মুখ খুলেছেন শামি (Mohammed Shami)। সাফ জানিয়েছেন, মাঠের মধ্যে সজদা করতে চাইলে অবশ্যই করতেন তিনি।
আপাতত ক্রিকেট থেকে বিশ্রামে রয়েছেন বঙ্গ পেসার। বুধবার একটি সাক্ষাৎকারে তাঁকে জিজ্ঞাসা করা হয়, ওয়াংখেড়ে স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিরুদ্ধে পাঁচ উইকেট নেওয়ার পরেই পাকিস্তানিদের একাংশ দাবি করেন যে ভারতীয় মুসলিম বলেই খেলার মাঠে সজদা করতে পারেননি শামি। কারণ ভারতে থেকে প্রকাশ্যে সজদা করতে ভয় পেয়েছিলেন তিনি।
[আরও পড়ুন: সংসদ হামলা: গুরুগ্রামের ডেরায় বসে চার বছর ধরে চক্রান্ত করে ‘গ্যং অফ সিক্স’]
তবে এই প্রশ্নের উত্তরে শামি সাফ জানিয়ে দেন, “সজদা করতে চাইলে তো কেউ বাধা দিতে পারে না। আমার ধর্ম পালনে কেউ বাধা দেবে না। আমিও কারোওর ধর্ম পালনে বাধা দেব না। যদি সজদা করতে ইচ্ছা হয় তাহলে অবশ্যই করব। গর্বের সঙ্গে বলতে পারি আমি ভারতীয় মুসলিম। আগেও তো পাঁচ উইকেট নিয়েছি, কখনও কি সজদা করতে দেখেছেন? যদি মনে হয় তাহলে আমি যেখানে খুশি সজদা করতে পারি।”
সাক্ষাৎকারেই শামি সাফ জানান, এই বিষয়ে অযথা বিতর্ক বন্ধ করা দরকার। যারা এরকম বিতর্ক ছড়ায় তাদের থেকে দূরে থাকা উচিত। তারকা পেসার বলেন, “সজদা করার জন্য় অনুমতি নিতে হলে আমি ভারতে থাকতাম না। আসলে এরা সবসময় বিতর্ক তৈরি করে সেখান থেকে খবর বের করতে চায়। এরা কাউকেই ভালোবাসে না। আসলে ওইদিন আমি নিজের ক্ষমতার বাইরে গিয়ে বোলিং করছিলাম। তাই ক্লান্ত হয়ে মাঠে বসে পড়েছিলাম।” তারকা পেসারের কথাতেই পরিষ্কার, বিশ্বকাপের ম্যাচে মোটেও সজদা করার ইচ্ছা ছিল না তাঁর।