সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বৃষ্টিতে ভেস্তে গিয়েছে সোমবারের কলকাতা-গুজরাট ম্যাচ। আইপিএলে টিকে থাকতে হলে সোমবারের ম্যাচটা জিততেই হতো শুভমান গিলদের (Shubman Gill)। কিন্তু এক বলও খেলা না হওয়ায় গুজরাট টাইটান্সের (Gujarat Titans) অভিযান শেষ হয়ে যায়।
আইপিএল (IPL 2024) থেকে গুজরাট ছিটকে যাওয়ার পরে ব্যর্থতার কারণ খুঁজেছেন মহম্মদ শামি (Mohammed Shami)। পায়ে অস্ত্রোপচার হওয়ার পরে পুরোদস্তুর সুস্থ হয়ে ওঠেননি শামি। সেই কারণে এবারের আইপিএলে নামতে পারেননি বাংলার পেসার। শামির অভাবে রক্তাল্পতা দেখা গিয়েছে গুজরাট টাইটান্সের বোলিং বিভাগে। শামি মনে করেন, ওপেনিং জুটিতে সমস্যা থাকায় এবার ভুগতে হয়েছে শুভমান গিলদের। যদিও গিল এবার সেঞ্চুরি পেয়েছেন। কিন্তু ওপেনিং পার্টনারশিপে গিল ও ঋদ্ধি একবারও পঞ্চাশ রানের পার্টনারশিপ গড়তে পারেননি। আর শুরুটা ভালো না হওয়ায় গুজরাট টাইটান্সকে হোঁচট খেতে হয়েছে গোটা টুর্নামেন্টে।
[আরও পড়ুন: হার্দিক নামলেই বেরিয়ে যান রোহিত-সূর্যরা, প্রকাশ্যে মুম্বই শিবিরের ফাটল]
নিজের ইউটিউব চ্যানেলে শামি বলেছেন, ''চলতি আইপিএল থেকে ছিটকে যাওয়ায় হতাশা গ্রাস করেছে গুজরাট টাইটান্স শিবিরকে। তাদের ব্যর্থতার কারণ যদি খতিয়ে দেখা হয়, তাহলে বলব ওপেনিং পার্টনরাশিপে সমস্যা থাকার জন্যই গুজরাট টাইটান্সকে ভুগতে হয়েছে। ওপেনিং পার্টনারশিপটাই ঠিকঠাক হয়নি। যাঁদের উপরে ওপেনিং পার্টনারশিপের দায়িত্ব দেওয়া হয়েছিল, তাঁরাই নিজেদের নামের প্রতি সুবিচার করতে পারেনি।'' কারও নাম উচ্চারণ করেননি শামি। কিন্তু তাঁর তোপের মুখে যে শুভমান গিল ও ঋদ্ধিমান সাহা, তা বেশ বুঝতে পারছেন ক্রিকেটভক্তরা।
গিলের ওপেনিং পার্টনার ঋদ্ধিমান সাহা গোটা মরশুমে রান পাননি। মাত্র ১৩৬ রান করেন ঋদ্ধি। তাঁর গড় ১৫.১১। ৯টি ম্যাচে ঋদ্ধিমানের স্ট্রাইক রেট ১১৮.২৬। শামির তোপের মুখে তাঁরই দুই সতীর্থ গিল এবং ঋদ্ধিমান। গতবারের ফাইনালে জাদেজা জাদুতে চ্যাম্পিয়ন হয় চেন্নাই সুপার কিংস। রানার্স হয় গুজরাট টাইটান্স। আবির্ভাবের বছরেই চ্যাম্পিয়ন হয়েছিল শুভমান গিলের দল। কিন্তু এবার হতশ্রী ভাবে টুর্নামেন্ট থেকেই ছিটকে যেতে হল গুজরাট টাইটান্সকে।
[আরও পড়ুন: আইপিএলে কোচিং করাবেন শাস্ত্রী? অশ্বিনের প্রশ্নের জবাবে কী বললেন রোহিতদের প্রাক্তন হেডস্যর?]