সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টানা দু’বার কলকাতা লিগ জিতল মহমেডান স্পোর্টিং ক্লাব। লিগের শেষ ম্যাচে মাঠে নামার আগেই চ্যাম্পিয়ন হয়ে গেলেন মার্কাস জোসেফরা। রবিবার ভবানীপুর বনাম এরিয়ানের ম্যাচ ড্র হতেই নিশ্চিত হয়ে যায়, ফের ট্রফি যাচ্ছে মহমেডান তাঁবুতেই। সব মিলিয়ে মোট তেরো বার কলকাতা লিগ জিতল মহমেডান। এবার মঙ্গলবারের ম্যাচে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে শুধুমাত্র নিয়মরক্ষার জন্য নামতে চলেছে তারা। এর আগে ১৯৪০ ও ১৯৪১ সালে পরপর দু’বছর কলকাতা লিগ জিতেছিল মহমেডান।
কলকাতা লিগের সুপার সিক্স পর্যায়ে তিন ম্যাচে জয় পেয়ে লিগ টেবিলে সবার উপরে ছিল সাদা কালো শিবির। খেতাবের দৌড়ে তাদের মূল লড়াই ছিল ভবানীপুরের সঙ্গে। তাই রবিবারের ম্যাচের দিকে তাকিয়ে ছিলেন মহমেডান সমর্থকরা। আগের ম্যাচেই ইস্টবেঙ্গলকে ২-০ গোলে হারিয়ে দিয়েছিল ভবানীপুর। তাই রঞ্জন চৌধুরীর দলকে নিয়ে বেশ চিন্তায় ছিলেন সাদা কালোর সমর্থকরা।
[আরও পড়ুন: বিশ্বকাপে পাকিস্তান-নেদারল্যান্ডসের ম্যাচ রক্তারক্তি কাণ্ড, রউফের বাউন্সারে আহত ডাচ ব্যাটার]
তবে ইস্টবেঙ্গলকে হারিয়ে দিলেও এরিয়ানের কাছে আটকে গেল ভবানীপুর। ১-১ গোলে ড্র হয়ে যায় ম্যাচ। চার ম্যাচে তাদের সংগ্রহ ৭ পয়েন্ট। ইতিমধ্যেই তিন ম্যাচে জিতে মহমেডান ৯ পয়েন্ট পেয়ে গিয়েছে। অন্য কোনও দলের পক্ষে আর মহমেডানকে টপকে যাওয়া সম্ভব নয়। ময়দানের মিনি ডার্বির আগেই খুশির খবর পৌঁছে গেল মহমেডান শিবিরে। তবে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ম্যাচকে এখনও হালকা ভাবে নিচ্ছে না মহমেডান।
রবিবার সারাদিনই মহমেডান বনাম ইস্টবেঙ্গল ম্যাচের টিকিট নিয়ে বেশ উৎসাহিত ছিলেন সমর্থকরা। তবে কলকাতা লিগে নিজেদের প্রথম একাদশ খেলাচ্ছে না ইস্টবেঙ্গল। তা সত্বেও ম্যাচ নিয়ে ভক্তদের উৎসাহ একবিন্দুও কমেনি। মহমেডান সচিব দীপেন্দু বিশ্বাস বলেছেন, “ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ম্যাচ এখন নিয়মরক্ষা হয়ে দাঁড়িয়েছে। আমরা চাই, ম্যাচ জিতে নিয়ে তারপর যাবতীয় সেলিব্রেশন করা হোক। ১৯৪০, ১৯৪১ সালের পর আবার টানা দু’বার কলকাতা লিগ জিতেছে মহমেডান। আপাতত সামান্য মিষ্টিমুখ করা হয়েছে। মঙ্গলবারের ম্যাচের পর লিগ জয়ের সেলিব্রেশন হবে।”