দুলাল দে: সব ঠিকঠাক চললে শেষ পর্যন্ত ব্রাজিলিয়ান বিশ্বকাপার রোনাল্ডিনহোর হাত থেকে কলকাতা লিগ চ্যাম্পিয়নশিপের ট্রফি নেবে মহামেডান স্পোর্টিং ক্লাব (Mohamedan Sporting Club)। ১৬ অথবা ১৭ অক্টোবর বাইপাসের ধারে এক পাঁচতারা হোটেলে জমকালো পুরস্কার বিতরণী অনুষ্ঠান করার ইচ্ছে আইএফএ-র (IFA)। সেখানেই রোনাল্ডিনহোকে প্রধান অতিথি করে, তাঁর হাত দিয়ে লিগ চ্যাম্পিয়নশিপের পুরস্কার তুলে দেওয়ার ইচ্ছে আইএফএর।
প্রথমে ঠিক ছিল, শতদ্রু দত্তর হাত ধরে পুজোর সময় আর্জেন্টাইন বিশ্বকাপার অ্যাঞ্জেল ডি’মারিয়া কলকাতায় আসবেন। কিন্তু ষষ্ঠীর আগে ডি’মারিয়ার (Angel Di’Maria) পক্ষে কলকাতায় পা দেওয়া সম্ভব হচ্ছে না জেনে, দ্রুত সিদ্ধান্ত বদল করে ব্রাজিলিয়ান বিশ্বকাপার রোনাল্ডিনহোকে আনার সিদ্ধান্ত নেন শতদ্রু। সেই পরিকল্পনা মতো ১৫ অক্টোবর রাতে কলকাতায় পা দিচ্ছেন ফুটবলের জাদুকর। কলকাতায় থাকার কথা ১৬ আর ১৭ অক্টোবর। এর মাঝেই চারটি দুর্গাপুজোর প্যান্ডেলেও যাবেন প্রাক্তন এই ব্রাজিলিয়ান তারকা। আপাতত ঠিক হয়েছে, মন্ত্রী সুজিত বসুর পুজো শ্রীভূমি স্পোর্টিং, আহিরীটোলা, কামালগাজি গ্রিনপার্ক এবং বারুইপুরের একটি পুজোতে উপস্থিত থাকবেন রোনাল্ডিনহো। আর এই সুযোগটাই কাজে লাগাতে চাইছে আইএফএ। ঠিক করে ফেলেছে, রোনাল্ডিনহো কলকাতায় থাকাকালীন নিজেদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানটা করে নিতে পারলে তা অন্য মাত্রা যোগ করবে।
[আরও পড়ুন: রথীন ঘোষের বাড়িতে সাড়ে ১৯ ঘণ্টা ম্যারাথন তল্লাশি ইডির, ‘রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে’, দাবি মন্ত্রীর]
শুরু থেকেই আইএফএ-র পরিকল্পনা ছিল, লিগের উদ্বোধনী ম্যাচের মতো সমাপ্তি অনুষ্ঠানও জমকালো করার। সেভাবেই পরিকল্পনা হয়েছিল, ডার্বি ম্যাচটাই লিগের শেষ ম্যাচ করে সেখানেই লিগ চ্যাম্পিয়নশিপের যাবতীয় পুরস্কার প্রদান করা হবে। সঙ্গে সঙ্গীতানুষ্ঠান-সহ আরও নানাবিধ অনুষ্ঠান করা হবে। কিন্তু লিগ চ্যাম্পিয়ন মহামেডান স্পোর্টিং সরাসরি জানিয়ে দেয়, অন্য কোনও ক্লাবের ম্যাচে গিয়ে তারা লিগ চ্যাম্পিয়নশিপ ট্রফি নেবে না। তাই লিগের ম্যাচে রোনাল্ডিনহোকে (Ronaldinho) মাঠে হাজির করার পরিকল্পনা বাতিল করতে বাধ্য হয় আইএফএ।
[আরও পড়ুন: সিকিমে বেড়াতে গিয়ে ‘নিখোঁজ’ বীরভূমের একই পরিবারের ৮ জন, দুশ্চিন্তায় ঘুম উড়েছে পরিজনদের]
তাছাড়া পুজোর মুখে রোনাল্ডিনহোকে মাঠে নিয়ে যাওয়া নিয়ে পুলিশি অনুমতি পেতেও সমস্যা হতে পারত। সব মিলিয়ে ঠিক হয়, বাইপাসের ধারে পাঁচতারা হোটেলে জমকালো পুরস্কার বিতরণী অনুষ্ঠান হবে। আর সেখানেই বিশ্বকাপজয়ী রোনাল্ডিনহোর মতো তারকার হাত দিয়ে মহামেডান স্পোর্টিংয়ের হাতে তুলে দেওয়া হবে লিগ চ্যাম্পিয়নশিপের ট্রফি। তাতে যেরকম মহামেডান স্পোর্টিংয়ের সমর্থকদেরও খুশি রাখা যাবে, সেইরকম রোনাল্ডিনহো লিগ চ্যাম্পিয়শিপের পুরস্কার তুলে দিলে তা বাংলার ফুটবলে ঐতিহাসিক মুহূর্ত হয়ে থাকবে।
আপাতত ঠিক হয়েছে, আইএফএর দিক থেকে সব কিছু চূড়ান্ত হলে, পুরস্কার বিতরণী অনুষ্ঠানের জন্য ৩৫ মিনিটের মতো সময় দেবেন রোনাল্ডিনহো। পাঁচতারা হোটেলের বল রুমে সেই সময়ের মধ্যেই যাবতীয় অনুষ্ঠান সেরে ফেলতে হবে আইএফএকে। রোনাল্ডিনহোর হাত দিয়ে লিগ সেরার পুরস্কার দেওয়া হবে শুনে চাঞ্চল্য পড়ে গিয়েছে বাংলা ফুটবলের নিয়ামক সংস্থাতে। হাজার হোক, ফুটবলারের নাম যে রোনাল্ডিনহো। আর তাঁকে হাতের কাছে পাওয়ার খবর ছড়াতে চাঞ্চল্য তো সৃষ্টি হবেই।