মহামেডান স্পোর্টিং-৩ সাদার্ন সমিতি-১
(রবিনসন, ইসরাফিল, কিমা) (আলসিয়াস)
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গোল দেখার জন্যই মাঠে আসেন দর্শকরা। গোল দেখতেই পছন্দ করেন সমর্থকরা। ফিফার স্লোগানও রয়েছে, 'গো ফর গোল'। রবিবার কলকাতা লিগে মহামেডান স্পোর্টিং ও সাদার্ন সমিতি ম্যাচে চার-চারটি গোল হল। চারটি গোলই বেশ ভালো। মহামেডান স্পোর্টিং ৩-১ গোলে এদিন হারাল সাদার্নকে। এই ম্যাচ জেতার ফলে পাঁচ ম্যাচে দশ পয়েন্ট সাদা-কালো শিবিরের।
আর্মি রেডকে গত ম্যাচেই হারিয়েছিল মহামেডান স্পোর্টিং। সেই সময়ে অবশ্য পয়েন্ট হারিয়ে বেশ চাপেই পড়েছিল রেড রোডের ধারের ক্লাবটি। আর্মি রেডকে হারিয়ে জয়ের সরণিতে ফেরে সাদা-কালো শিবির। এদিন মহামেডান স্পোর্টিং দাপট দেখাল সাদার্নের বিরুদ্ধে।
[আরও পড়ুন: কোপার ফাইনালে পারফর্ম করবেন শাকিরা, বিরতি ২৫ মিনিটের, ক্ষুব্ধ কলম্বিয়া কোচ]
মহামেডান স্পোর্টিংকে এগিয়ে দেন রবিনসন সিং। সম্মিলিত প্রয়াসে গোলটি পায় মহামেডান। জোসেফের কাছ থেকে বল পেয়ে রবিনসন এগিয়ে দেন সাদা-কালোকে। রবিনসনকে যখন বলটি বাড়ান জোসেফ, তখন সাদার্নের ডিফেন্সে হাঙরের হাঁ। সামনে গোলকিপার ছাড়া কেউ নেই সেই সময়ে। রবিনসনও মাথা ঠান্ডা রেখে সাদার্নের জালে বল জড়িয়ে দেন।
দ্বিতীয়ার্ধে সমতা ফেরায় সাদার্ন সমিতি। তাদের ফুটবলার আলসিয়াস গতিতে মহামেডানের ডিফেন্সকে পরাস্ত করে দুর্দান্ত প্লেসে গোল করে সমতা ফেরান। ম্যাচ তখন ফিফটি। ফলাফলও ১-১।
এরপরই মহামেডান এক ঝটকায় ম্যাচ নিয়ে যায় নিজেদের সাজঘরে। দুই উইং পাখির মতো উড়তে থাকে। দুই প্রান্ত থেকে ভেসে আসে বল। এরকমই ভাসানো বল থেকে দুটি গোল করে মহামেডান ম্যাচ জিতে নেয়। দ্বিতীয় গোলটি ইসরাফিলের। কর্নার থেকে আন্তর্জাতিক ফুটবলে বহু গোল হয়। ইসরাফিলও কর্নার থেকে ২-১ করেন। ওই গোলের পরে মহামেডান ম্যাচের দখল নিয়ে নেয়। কিমার তৃতীয় গোল সাদার্নকে ম্যাচ থেকে ছিটকে যায়। বাঁ দিক থেকে দুর্দান্ত সেন্টার থেকে কিমা ৩-১ করেন। সাদার্ন সমিতির পক্ষে আর ম্যাচে ফেরা সম্ভব হয়নি।