shono
Advertisement

সীমান্তে সংগঠন বাড়ানোর বার্তা ভাগবতের, বাংলায় এনআরসির প্রস্তুতি নিচ্ছে বিজেপি!

বিজেপি শীর্ষ নেতাদের অনুপ্রবেশকারীদের চিহ্নিত করার কাজ শুরু করার নির্দেশ সংঘপ্রধানের। The post সীমান্তে সংগঠন বাড়ানোর বার্তা ভাগবতের, বাংলায় এনআরসির প্রস্তুতি নিচ্ছে বিজেপি! appeared first on Sangbad Pratidin.
Posted: 09:40 AM Sep 02, 2019Updated: 09:41 AM Sep 02, 2019

রূপায়ণ গঙ্গোপাধ্যায়: বিধানসভা ভোটকে সামনে রেখে এখন থেকেই কোমর বেঁধে মাঠে নেমে পড়তে হবে। লোকসভা ভোটের সাফল্যকে ধরে রাখতে হবে। রবিবার দীর্ঘ সময় ধরে বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠকে এমনই বার্তা দিলেন সংঘপ্রধান মোহন ভাগবত। সূত্রের খবর, একইসঙ্গে সীমান্ত এলাকায় বিজেপির সংগঠন আরও বাড়ানোর পরামর্শ দিয়েছেন সংঘপ্রধান। সীমান্ত এলাকায় বেআইনি অনুপ্রবেশকারী নিয়ে যে চিন্তা রয়েছে সেটাও আলোচনা হয়েছে বৈঠকে। বাংলাতেও এনআরসি চালু করার কথা বলেছেন বিজেপি নেতৃত্ব। তার আগে সীমান্তবর্তী এলাকার বিষয়টি এদিনের বৈঠকে উঠে আসাটা রাজনৈতিকভাবে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

Advertisement

[আরও পড়ুন: টার্গেট দুর্গাপুজো, মাতৃ বন্দনায় জনসংযোগে নয়া কৌশল বিজেপির মহিলা মোর্চার]

পাশাপাশি বাংলায় রাজনৈতিক হিংসা নিয়ে মোহন ভাগবতকে বিস্তারিত রিপোর্ট করেছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। শনিবার তিনদিনের সফরে কলকাতায় এসেছেন সংঘপ্রধান মোহন ভাগবত। তাঁর সফর নিয়ে মুখ খুলতে নারাজ আরএসএস। রবিবার সকাল থেকেই কলকাতায় আরএসএসের সদর দপ্তর কেশব ভবনে বিজেপির ছয় শীর্ষ নেতা ও সংঘ পরিবারের অন্য সংগঠনের নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসেন ভাগবত। রাজ্যের দায়িত্বপ্রাপ্ত বিজেপির পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়, সহকারী পর্যবেক্ষক অরবিন্দ মেনন, কেন্দ্রীয় নেতা শিব প্রকাশ, রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরি ও রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক (সংগঠন) সুব্রত চট্টোপাধ্যায়রা বৈঠকে উপস্থিত ছিলেন। সীমান্তবর্তী এলাকায় অনুপ্রবেশ নিয়ে সরব গেরুয়া শিবির।

[আরও পড়ুন: মুখোশ খুলে দিয়েছে এনআরসি বিপর্যয়, নাম না করে বিজেপিকে তোপ মমতার]

বেআইনি অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে বিতাড়িত আরএসএসের পুরনো অ্যাজেন্ডা। অসমে এনআরসি চালু হয়েছে। বস্তুত এ রাজ্যে বিজেপিও এনআরসি চালুর পক্ষে। সেই পরিস্থিতিতে এদিনের বৈঠকে সীমান্তবর্তী এলাকার বিষয়টি নিয়ে আলোচনা হয়। লোকসভা ভোটে প্রায় সব সীমান্ত এলাকাতেই ভাল ফল করেছে বিজেপি। ওইসব এলাকায় বিজেপি আরও বেশি করে সংগঠন মজবুত করতে চাইছে। এদিন সংঘপ্রধান এমনটাই বার্তা দিয়েছেন বলে খবর। রাজনৈতিক মহল মনে করছে, বঙ্গে এনআরসি চালুর আগে পটভূমি তৈরি করতেই সীমান্ত এলাকায় নজরদারি ও দলীয় সংগঠনের বিষয়টি আলোচনায় উঠে এসেছে। কোন কোন জেলায় সংগঠন কীভাবে আরও বাড়ানো দরকার সেইসব ক্ষেত্রগুলিও মোহন ভাগবত বেছে দিয়েছেন বলে খবর। বৈঠক শেষে রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ জানান, “চিন্তন বৈঠক ছিল। বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। বাংলায় বিজেপি কর্মীদের উপর হামলা, রাজনৈতিক হিংসা নিয়ে বিস্তারিত রিপোর্ট দিয়েছি। আর সংগঠন কীভাবে বাড়ানো যায় তা নিয়েও আলোচনা হয়েছে।”

The post সীমান্তে সংগঠন বাড়ানোর বার্তা ভাগবতের, বাংলায় এনআরসির প্রস্তুতি নিচ্ছে বিজেপি! appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement