শিলাজিৎ সরকার: ২৭ জুলাই বল গড়াচ্ছে ডুরান্ড কাপের (Durand Cup)। ঐতিহ্যশালী টুর্নামেন্ট এবার পা দিচ্ছে ১৩৩ বছরে। চলতি বছরের ভারতীয় ফুটবল মরশুম শুরু হচ্ছে ডুরান্ডের হাত ধরেই। আর শুরুর দিকেই মুখোমুখি হতে চলেছে মোহনবাগান (Mohun Bagan) ও ইস্টবেঙ্গল (East Bengal)। ডুরান্ডের ডার্বি নিয়ে যে ধীরে ধীরে উত্তেজনার পারদ চড়বে, সে কথা বলাই বাহুল্য। এদিন গ্রুপ বিন্যাস ঘোষণার মধ্যে দিয়ে ডুরান্ডের অপেক্ষা বাড়তে শুরু করল।
গ্রুপ 'এ'-তে একই সঙ্গে রয়েছে কলকাতার দুই প্রধান। সেই গ্রুপেই রয়েছে ইন্ডিয়ান এয়ার ফোর্স, ডাউনটাউন হিরোজ। ডুরান্ডের ডার্বি হবে ১৮ আগস্ট। ফাইনাল ৩১ আগস্ট। মোট ছটি গ্রুপেই কোন দল আছে, সেটাও ঘোষিত হল এদিন। কলকাতার আরেক প্রধান মহামেডান এসসি রয়েছে গ্রুপ 'বি'-তে। ওই গ্রুপেই আছে বেঙ্গালুরু এফসি ও ইন্টার কাশী। গত পাঁচবছর ধরে কলকাতাতেই অনুষ্ঠিত হচ্ছে ডুরান্ড। তার সঙ্গে গতবছর আসামের কোকরাঝাড়েও হয়েছে ডুরান্ডের ম্যাচ। এবার তা ছড়িয়ে পড়তে চলেছে শিলং ও জামশেদপুরেও। তবে কলকাতার তিন প্রধানের ম্যাচ পড়ছে এই শহরেই।
[আরও পড়ুন: শ্রীলঙ্কা সফরে ‘গুরু’ গম্ভীরের প্রথম পরীক্ষা, কবে মাঠে নামছে টিম ইন্ডিয়া?]
আইলিগ ও আইএসএলের শক্তিধর দলগুলির পাশাপাশি সেনাবাহিনীর দলগুলিও যোগ দেবে টুর্নামেন্টে। গতবছরের মতো এবারও বাংলাদেশ আর্মি ও নেপালের ত্রিভুবন আর্মি যোগ দিচ্ছে ডুরান্ডে। মোট ২৪টি টিম নিয়ে চলবে এশিয়ার প্রাচীনতম টুর্নামেন্ট। লিগ ও নকআউট পর্ব মিলিয়ে মোট ৪৩টি ম্যাচ হবে ডুরান্ডে। প্রতি গ্রুপের প্রথম দল যাবে নকআউটে। তার সঙ্গে গ্রুপের দ্বিতীয় সেরা দুটি দলও সুযোগ পাবে।
[আরও পড়ুন: রেসিং ফেস্টিভ্যালে দল কিনলেন সৌরভ, নতুন পথচলা শুরু কলকাতা রয়্যাল টাইগার্সের]
গতবছরও ডুরান্ডে একই গ্রুপে পড়েছিল মোহনবাগান ও ইস্টবেঙ্গল। গ্রুপ পর্বে জয় পেয়েছিল লাল-হলুদ বাহিনী। ফাইনালেও দেখা হয় দুদলের। রুদ্ধশ্বাস ম্যাচে শেষ পর্যন্ত শেষ হাসি হেসেছিল সবুজ-মেরুন ব্রিগেড।
গ্রুপ এ (কলকাতা): মোহনবাগান, ইস্টবেঙ্গল, ইন্ডিয়ান এয়ার ফোর্স, ডাউনটাউন হিরোজ।
গ্রুপ বি (কলকাতা): বেঙ্গালুরু এফসি, ইন্টার কাশী এফসি, ইন্ডিয়ান নেভি, মহমেডান এসসি।
গ্রুপ সি (কলকাতা): কেরালা ব্লাস্টার্স এফসি, মুম্বই সিটি এফসি, পাঞ্জাব এফসি, সিআইএসএফ প্রোটেক্টর্স এফটি।
গ্রুপ ডি (জামশেদপুর): জামশেদপুর এফসি, চেন্নাইয়িন এফসি, ইন্ডিয়ান আর্মি এফটি, বাংলাদেশ আর্মি।
গ্রুপ ই (কোকরাঝাড়): ওডিশা এফসি, নর্থইস্ট ইউনাইটেড এফসি, বোড়োল্যান্ড এফসি, বিএসএফ।
গ্রুপ এফ (শিলং): এফসি গোয়া, হায়দরাবাদ এফসি, শিলং লাজং এফসি, ত্রিভুবন আর্মি এফসি।