সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অবশেষে মিটল মোহনবাগানের আর্থিক খরা। বুধবার ঘোষিত হল সবুজ-মেরুনের নতুন বিনিয়োগকারীর নাম। মোহনবাগানে লগ্নি করতে এগিয়ে এল মুম্বইয়ের আইটি সংস্থা স্ট্রিমকাস্ট মিডিয়া প্রাইভেট লিমিটেড।
বুধবার গঙ্গাপারের ক্লাবে বৈঠকে বসেছিলেন কার্যকরী কমিটির সদস্যরা। আলোচনার পর সাংবাদিক সম্মেলনে বিনিয়োগকারীর নাম ঘোষণা করেন সচিব অঞ্জন মিত্র। জানা গিয়েছে, মুম্বইয়ের পাশাপাশি আমেরিকা, ইউরোপ এবং মধ্য-প্রাচ্যের দেশেও রয়েছে এই সংস্থার শাখা।
[এশিয়া কাপের পরই শুরু ভারত-ওয়েস্ট ইন্ডিজ লড়াই, কলকাতা পেল একটি ম্যাচ]
এতদিন বেতন সমস্যায় ভুগছিলেন ফুটবলাররা। বেতন মেটাতে একাধিকবার আসরে নামেন সভাপতি টুটু বোস। নিজে থেকে ক্লাবকে দু’কোটি টাকাও দিয়েছিলেন। কিন্তু তাতেও পরিস্থিতি পালটায়নি। বেতন ছাড়াই কলকাতা লিগে একের পর এক ম্যাচ খেলছিলেন ডিকা-হেনরিরা। শেষমেশ পুলিশ ম্যাচের দিন জানানো হয়, বেতন পেয়ে যাবেন ফুটবলাররা। ডার্বির আগে তাঁদের মনোবল দৃঢ় রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
অন্যদিকে স্পনসর আনার তোড়জোড়ও চলছিল অনেকদিন ধরেই। শেষমেশ বিনিয়োগকারী সংস্থাকে আনতে সফল কর্তারা। জানা গিয়েছে, ১০ বছরের জন্য তাদের ২০০ কোটি টাকার চুক্তি হচ্ছে ক্লাবের সঙ্গে। সেই সঙ্গে মার্কেট থেকে তারা তুলবে আরও ১৫ কোটি। অর্থাৎ প্রতিবছর মোট ৩৫ কোটি টাকা ক্লাবকে দেবে বলে জানিয়েছে সংস্থা। দলের বাজেট প্রত্যেকবার সমান হবে না। তাই কুড়ি কোটির পাশাপাশি বাকি প্রয়োজনীয় অর্থ মার্কেট থেকে তুলে দেবে সংস্থা। তবে এখনও পর্যন্ত স্ট্রিমকাস্টের সঙ্গে চুক্তি বা মৌ সাক্ষরিত হয়নি। সচিব অঞ্জন মিত্র জানান, আগামী ১৫ তারিখের মধ্যেই কাগজপত্রের কাজ মিটে যাবে। তবে চারজন ডিরেক্টরের ২৫ হাজার টাকা করে যে এক লক্ষ টাকার শেয়ার রয়েছে, তার ৭৪ শতাংশ শেয়ার নিয়ে নেবে মুম্বইয়ের সংস্থা। তাহলে মোহনবাগানকে এবার কোন নামে ডাকা হবে? না, নামের কোনও পরিবর্তন হবে না।
[গুরুর সঙ্গে দেখা করতে দেওয়া হল না পিন্টুকে]
চলতি মরশুমের শুরুতেই বিনিয়োগকারী হিসেবে কোয়েসের নাম ঘোষণা করে চমক দিয়েছিল চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গল। কোয়স গ্রুপের সঙ্গে দশ বছরের চুক্তি হয় লাল-হলুদের। তারপরই দলকে ঢেলে সাজাতে শুরু করে লাল-হলুদ। রাশিয়া বিশ্বকাপের মধ্যেই সমর্থকদের সবচেয়ে বড় চমক দেয় ক্লাব। চুক্তি হয় কোস্টারিকার বিশ্বকাপার জনি অ্যাকোস্টার সঙ্গে। এরপর আসেন স্প্যানিস কোচ আলেজান্দ্রো মেনেজেস। এবার আর্থিক সমস্যা মিটল প্রতিবেশী ক্লাবেরও। যদিও এখনও লিখিতভাবে চুক্তি হয়নি। তবে তা হয়ে গেলে মোহনবাগানও যে চমক দেওয়ার অপেক্ষায় তা বলাই বাহুল্য। স্ট্রিমকাস্ট চলে আসলে আই লিগে অনেকটাই স্বস্তিতে থাকবে ক্লাব।
The post জল্পনার অবসান, নতুন বিনিয়োগকারীর নাম ঘোষণা করল মোহনবাগান appeared first on Sangbad Pratidin.