shono
Advertisement

ক্রিকেট ডার্বিতে দাপট মোহনবাগান বোলারদের, ১৭৪ রানে শেষ ইস্টবেঙ্গলের ইনিংস

প্রথম দিনের শেষে বাগানের রান বিনা উইকেটে ৩৫।
Posted: 06:59 PM Dec 27, 2023Updated: 08:12 PM Dec 27, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইএসএলের ডার্বি এখনও হয়নি। সুপার কাপের ডার্বির দিনক্ষণ ঘোষিত হয়েছে। সিএবি প্রথম ডিভিশন লিগের ডার্বির বল গড়াল বুধবারই। মোহনবাগান (Mohun Bagan) বোলারদের দাপটে ইস্টবেঙ্গল (East Bengal) এদিন শেষ হয়ে যায় ১৭৪ রানে। মোহনবাগান ব্যাট করতে নেমে প্রথম দিনের শেষে করে বিনা উইকেটে ৩৫ রান।
টস জিতে মোহনবাগান প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। ঈশান পোড়েল শুরুতেই ধাক্কা দেন ইস্টবেঙ্গলের ইনিংসে। ফর্মে থাকা সৌরভ পাল মাত্র এক রানে এলবিডব্লিউ হন। দ্রুত প্রথম উইকেট হারালেও ইস্টবেঙ্গল অধিনায়ক অভিষেক দাস ও সাত্যকি দত্ত ইনিংস গোছানোর কাজ শুরু করেন। ইস্টবেঙ্গলের রান যখন ৬১, তখন ফের আঘাত হানে মোহনবাগান।

Advertisement

[আরও পড়ুন: পদ্ম সম্মান ফিরিয়ে প্রতিবাদের মাঝেই কুস্তিগিরদের সঙ্গে সাক্ষাৎ রাহুলের, কী কথা হল?]

রোহিত কুমার এলবিডব্লিউ করেন সাত্যকি দত্তকে (২২)। শশাঙ্ক সিং বেশিক্ষণ টিকতে পারেননি। ব্যক্তিগত ৩ রানে শশাঙ্ককে প্যাভিলিয়নে ফেরান রোহিত কুমার। অধিনায়ক অভিষেক দাস ৩৭ রানে রান আউট হলে আরও সমস্যায় পড়ে যায় ইস্টবেঙ্গল। দ্রুত তিনটি উইকেট যায় লাল-হলুদ শিবিরের। মধ্যাহ্ন ভোজের সময়ে ইস্টবেঙ্গলের রান ছিল চার উইকেটে ১১২। সুদীপ ঘরামির দুরন্ত ক্যাচ ফেরায় ঋত্বিক চট্টোপাধ্যায়কে। সায়ন শেখর মণ্ডলের বলে ঋত্বিক ফেরেন ব্যক্তিগত ২৮ রানে।
ইস্টবেঙ্গলের ইনিংসে সর্বোচ্চ রান করেন অমিতোজ সিং। ৪৯ রানে অমিতোজ সিং বোল্ড হন সায়ন শেখর মণ্ডলের বলে। দুর্দান্ত আউট সুইঙ্গারে অমিতোজকে ফেরান সায়ন শেখর। চা পানের বিরতির সময়ে ইস্টবেঙ্গলের রান ছিল ৮ উইকেটে ১৬৮। চা বিরতির পরে আর ৬ রান যোগ করার পরে শেষ হয়ে যায় ইস্টবেঙ্গলের ইনিংস। মোহনবাগান বোলারদের মধ্যে ঈশান পোড়েল ২টি, রোহিত কুমার ৪টি এবং সায়ন শেখর ২টি উইকেট নেন।
মোহনবাগান ব্যাট করতে নেমে দিনের শেষে করে বিনা উইকেটে ৩৫। সুদীপ ঘরামি (১৬) এবং অঙ্কুর পাল (৮) বাকি ১১ ওভার ব্যাট করেন। ইস্টবেঙ্গল বোলাররা আঘাত হানতে পারেননি। 

[আরও পড়ুন:  কুস্তি ফেডারেশন সাসপেন্ড হওয়ার পরই বড় পদক্ষেপ, বরফ গলবে?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement