প্রসূন বিশ্বাস: আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। তার পরই আইএসএলের লড়াইয়ে নামবে মোহনবাগান। আর শুরুতেই 'মহাযুদ্ধ'। গতবারের আইএসএল কাপ জয়ী মুম্বই সিটির বিরুদ্ধে লড়াইয়ে নামবে লিগশিল্ড জয়ী মোহনবাগান। কিন্তু গত বছরের সঙ্গে এবারের দলে নতুন তারকা এসেছে। হাবাসের বদলে কোচ হয়েছেন জোসে মোলিনা। নতুন মরশুমে লড়াইয়ের জন্য কতটা প্রস্তুত সবুজ-মেরুন শিবির?
শুক্রবার মুম্বইয়ের বিরুদ্ধে ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে এসেছিলেন কোচ মোলিনা। সঙ্গে ছিলেন আপুইয়া। যিনি এবারই মুম্বই ছেড়ে এসেছেন মোহনবাগানে। নতুন মরশুম, নতুন লক্ষ্য। সেই বিষয়ে মোলিনা জানালেন, "আমি গত মরশুমের শেষ দিকের কয়েকটি ম্যাচ দেখেছিলাম। তখন অন্য কোচ ছিলেন। দলেও পরিবর্তন এসেছে। কিন্তু গত মরশুমে কী হয়েছে মনে রাখতে চাই না। সেটা অতীতই। বর্তমানে দাঁড়িয়ে সেরা ফুটবলটা উপহার দিতে চাই।"
[আরও পড়ুন: সামনে ১০ টেস্ট, কোন অঙ্কে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে যেতে পারে ভারত?]
সামনের মাসেই ডার্বি। কিন্তু সেসব নিয়ে এখন ভাবতেই চান না মোলিনা। আপাতত তাঁর সমস্ত ভাবনায় রয়েছে মুম্বই সিটি ম্যাচ। তিনি বলেন, "আমি এখন শুধু কালকের মুম্বই সিটি ম্যাচ নিয়েই ভাবছি। ডার্বির জন্য যথেষ্ট সময় রয়েছে। আপাতত আমাদের প্রতিদ্বন্দ্বী মুম্বই। তার জন্য দলকে প্রস্তুত করেছি। আশা করি কাল একটা ভালো ম্যাচ দেখা যাবে।" সেই সঙ্গে তাঁর সংযোজন, "আমরা মানসিকভাবে তৈরি। দুটো দলই যথেষ্ট ভালো। আমরা সব সময় চাইব, ওদের থেকে মানসিকভাবে এগিয়ে থাকতে। কাল আমাদের ছেলেরা সেরাটা দেবে।"
[আরও পড়ুন: হরমনপ্রীতের ২০০ গোল, দক্ষিণ কোরিয়াকে উড়িয়ে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিতে ভারত]
ডুরান্ড কাপে মোহনবাগানকে ভুগিয়েছে রক্ষণের দুর্বলতা। দুই বিদেশি ডিফেন্ডার নিয়েও গোল খাওয়ার রোগ কমানো যায়নি। সেই বিষয়ে সাবধানী মোলিনা জানালেন, "আমাদের দলে এগারো জন খেলে। ভুল হলে সেটা গোটা দলেরই। সবাইকে যেমন আক্রমণে যেতে হবে, তেমনই রক্ষণও সামলাতে হবে। ডুরান্ড কাপে আমরা গোল খেয়েছি। অবশ্যই আমরা সেটা নিয়ে খুশি নই। সেটার সমাধান খুঁজছি আমরা।" সেটা অবশ্যই খুঁজতে হবে। আইএসএলের রাস্তা অনেক বড়। সেখানে রক্ষণকে শুধরে নেওয়ার পথ তিনি যত তাড়াতাড়ি খুঁজে পাবেন, ততই রাস্তা সহজ হবে মোহনবাগানের।