সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এএফসি কাপে আগেই দুদলের আশা শেষ হয়ে গিয়েছিল। ওড়িশার কাছে ৫-২ গোলে হার এএফসি কাপে মোহনবাগানের আশা শেষ করে দিয়েছিল। সোমবার মাজিয়ার বিরুদ্ধে গ্রুপের শেষ ম্যাচ ছিল সবুজ-মেরুনের। সেই ম্যাচেও জিততে পারল না মোহনবাগান। মাজিয়ার কাছে ১-০ গোলে হার মানল সবুজ-মেরুন শিবির।
কোচ জুয়ান ফেরান্দো (Juan Ferrando) দলের সঙ্গে মালদ্বীপ যাননি। তাঁর পরিবর্তে দলকে কোচিং করান ক্লিফোর্ড মিরান্ডা। নেহাতই নিয়মরক্ষার একটা ম্যাচ, সেই কারণে মোহনবাগান টিম ম্যানেজমেন্ট এই ম্যাচ খেলতে পাঠায় একঝাঁক তরুণ ফুটবলারদের। বিদেশিরাও নেই দলে। এরকম এক ম্যাচে হার মানল সবুজ-মেরুন।
বিরতির ঠিক আগে মালদ্বীপ গোল করে এগিয়ে যায়। সেই গোল আর শোধ করতে পারেনি মোহনবাগান। খেলার ৪০ মিনিটে মাজিয়ার হাসান রাইফ আহমেদ গোলটি করেন। বক্সের বাইরে থেকে বাঁ পায়ে শট নিয়েছিলেন হাসান রাইফ। প্রথম গোল পাওয়ার কিছুক্ষণের মধ্যেই ফের গোল করার মতো পরিস্থিতি তৈরি করেছিল মাজিয়া। কিন্তু সেই যাত্রায় মালদ্বীপের দলটি গোল করতে পারেনি।
[আরও পড়ুন: কেন পিঙ্ক বল টেস্টের প্রতি আগ্রহ কমছে? জেনে নিন আসল কারণ]
বিরতির পরে মোহনবাগান ঝাঁজ বাড়ায়। ৫০ মিনিটে টাইসন সিংয়ের বাঁ পায়ের শট বারে লেগে প্রতিহত হয়। এরপরেও ইতিউতি আক্রমণ করলেও তা ফলপ্রসূ হয়নি।
এই ম্যাচে মাজিয়ারও হারানোর কিছু ছিল না। প্রথম সাক্ষাতে কলকাতায় মোহনবাগানের কাছে হার মেনেছিল মাজিয়া। এদিন ম্যাচ জেতায় প্রথম সাক্ষাতে হারের প্রতিশোধ নিল মালদ্বীপের দলটি। চলতি মরশুমে এএফসি কাপের শুরুটা ভালো করলেও বসুন্ধরা ম্যাচ থেকেই ছন্দপতন হয় সবুজ-মেরুনের।