shono
Advertisement

আবেদনে সাড়া, মোহনবাগান ম্যাচে যুবভারতী থেকে একজোড়া মেট্রো

সল্টলেক স্টেডিয়াম থেকে শেষ মেট্রো ছাড়বে কখন?
Posted: 04:12 PM Sep 23, 2023Updated: 05:00 PM Sep 23, 2023

নব্যেন্দু হাজরা: যুবভারতীতে আইএসএলের ম্যাচ দেখে বাড়ি ফিরবে কীভাবে? সেই চিন্তায় কপালে ভাঁজ পড়েছিল মাঠমুখী দর্শকদের। মোহনবাগান ম্যাচের শুরুর কয়েক ঘণ্টা আগে সুখবর শোনাল কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। শনিবার রাতে একজোড়া অতিরিক্ত মেট্রো চলবে সল্টলেক থেকে শিয়ালদহ পর্যন্ত। সল্টলেক স্টেডিয়াম থেকে শেষ মেট্রো ছাড়বে কখন?

Advertisement

সাধারণত সল্টলেক-শিয়ালদহ রুটের শেষ মেট্রো ছাড়ে রাত ৯টা ৪০ মিনিটে। আজ রাত ১০টা এবং রাত ১০টা ১০ মিনিটে যুবভারতী স্টেডিয়াম স্টেশন থেকে ছাড়বে দু’টি বেশি মেট্রো। প্রথম মেট্রোটি শিয়ালদহ স্টেশনে পৌঁছবে রাত ১০টা ৭ মিনিটে। দ্বিতীয়টি পৌঁছবে ১০টা ১৭ মিনিটে। ফুলবাগান স্টেশনেও থামবে মেট্রো দুটি। তবে দু’টি মেট্রো ছাড়লেও তা সমর্থকদের চিন্তা কতটা কমাবে, তা নিয়েও উঠছে প্রশ্ন। 

[আরও পড়ুন: ‘রাজভবন থেকে যোগাযোগ করাই হয়নি’, শপথ-জটিলতার মাঝে বিস্ফোরক ধূপগুড়ির বিধায়ক]

কারণ, রাত ৮টায় শুরু হবে ফুটবল ম্যাচ। অতিরিক্ত সময় নিয়ে খেলা শেষ হতে প্রায় ১০টা। এরপর কার্যত উসেইন বোল্টের গতিতে ছুটলে তবে মেট্রো ধরতে পারবেন দর্শকরা। বিশেষ করে যাদের বসার আসন পড়বে  থ্রি, থ্রি-এ বা ফোর গেটে, তাঁদের প্রায় দেড় কিলোমিটার হেঁটে পৌঁছতে হবে মেট্রো স্টেশনে। ফলে পুরো খেলা শেষ করে সাত মিনিটের মধ্যে মেট্রোয় ওঠা বেশ কঠিন হবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। 

আইএসএল-এর (ISL 2023-24) সূচি ঘোষণার পর থেকেই চিন্তায় ছিলেন অগণিত মোহনবাগান (Mohun Bagan) সমর্থক। কারণ হোম ম্যাচগুলো যে এবার রাত ৮টায় শুরু হবে। খেলা শেষ হতে প্রায় রাত ১০টা বেজে যাওয়ার কথা। ফলে যেসব সমর্থকদের দূরে বাড়ি তাদের ফিরে যাওয়া বেশ সমস্যার। সমর্থকদের সমস্য়া মেটাতে এবার এগিয়ে আসে মোহনবাগান। পাঞ্জাব এফসি-র (Punjab FC) বিরুদ্ধে ম্যাচের আগে রাজ্যের পরিবহনমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী ও মেট্রো রেলকে চিঠি লেখে সবুজ মেরুন ক্লাব।  সবুজ-মেরুনের দাবি, ম্যাচের পর অন্তত তিনটে মেট্রো চালানো যায়। ফলে সমর্থকরা শিয়ালদহ স্টেশনে যেতে পারবেন। চিঠি দিয়েছে ইস্টবেঙ্গল ক্লাবও। শেষপর্যন্ত মোহনবাগানের আর্জিকে মান্যতা দিয়ে দু’টি মেট্রো চালানোর সিদ্ধান্ত নিল। শোনা যাচ্ছে, শুধু আজকের ম্যাচ নয়, আইএসএলের সমস্ত ম্যাচের পরই দর্শকদের জন্য বিশেষ মেট্রো চালাবে ইস্ট-ওয়েস্ট কর্তৃপক্ষ।

[আরও পড়ুন: অধিকৃত কাশ্মীর ছাড়ুক পাকিস্তান, রাষ্ট্রসংঘে হুঙ্কার ভারতের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement