সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঘাড়ের ব্যথা কমছে না। কলকাতায় ডাক্তার দেখিয়েছেন। এবার আরও এক ডাক্তারের পরামর্শ নিতে মুম্বই ছুটে গেলেন জেমি ম্যাকলারেন। তাঁকে এখনও পর্যন্ত ডুরান্ডের ডার্বিতে খেলানোর চেষ্টা করা হচ্ছে মোহনবাগানের পক্ষ থেকে। মঙ্গলবার অনুশীলনে ছুটি ছিল মোহনবাগান ফুটবলারদের।
আশা করা যাচ্ছে, বুধ-বৃহস্পতিবারের মধ্যেই কলকাতায় ফিরে ফের দলের সঙ্গে যোগ দেবেন জেমি। আপাতত ডুরান্ডে পরপর দুই ম্যাচ জিতে আত্মবিশ্বাসী জেসন কামিংস, টম অলড্রেডরা। তার উপর শেষ ম্যাচ খেলার পর বেশ কয়েকটি দিন হাতে পেয়েছেন সবুজ-মেরুন কোচ হোসে মোলিনা। এমন পরিস্থিতিতে ডার্বিতে পুরোপুরি তৈরি হয়েই নামতে চান মোহনবাগান কোচ।
[আরও পড়ুন: আনোয়ারকে লাল-হলুদ উত্তরীয় পরিয়ে দিলেন লিয়েন্ডার, ডার্বি জেতার কথা বললেন ডিফেন্ডার]
অন্যদিকে, বুধবারই ঘরোয়া লিগে ফের নামতে চলেছে সুমিত রাঠিরা। প্রতিপক্ষ ক্যালকাটা কাস্টমস। কলকাতা লিগে গত ম্যাচে জর্জ টেলিগ্রাফের সঙ্গে ২-১ গোলে হারের পর কার্যত সুপার সিক্সে যাওয়া কঠিন হয়ে পড়েছে মোহনবাগানের। এমন পরিস্থিতিতে বুধবার বড় ব্যবধানে জয়ের খোঁজে সবুজ-মেরুন কোচ ডেগি কার্ডোজো। কলকাতা লিগে মোহনবাগানের রক্ষণভাগ ধারাবাহিকতা দেখাতে পারেনি।
পরপর দুই ম্যাচে টালিগঞ্জ ও ইস্টার্ন রেলকে পাঁচ গোল দিলেও গত ম্যাচে জর্জের বিরুদ্ধে খুব খারাপ খেলেছেন সুমিত রাঠিরা। বিশেষ করে সিনিয়র দলে খেলা সুমিতের দোষে একটি গোল খেয়েছে মোহনবাগান। তার পারফরম্যান্সে সন্তুষ্ট নন ডেগি। অন্যদিকে, ডার্বির দিকে তাকিয়েই সুহেল ভাট, দীপেন্দু বিশ্বাস, অভিষেক সূর্যবংশীদের সিনিয়র দলে ডেকে নিয়েছেন মোলিনা। সুহেল আক্রমণভাগে থাকলে গোলের সম্ভাবনা বেড়ে যায় অনেকটাই। যদিও এই বিষয়টাকে গুরুত্ব দিতে নারাজ ডেগি কার্ডোজো। আপাতত বুধবার বড় ব্যবধানে জিতে সমর্থকদের ভরসা ফিরিয়ে আনতে চান কার্ডোজো।
(আজ কলকাতা লিগে- মোহনবাগান বনাম ক্যালকাটা কাস্টমস
কল্যাণী স্টেডিয়াম, দুপুর ৩.০০ থেকে
সরাসরি সম্প্রচার জি ২৪ ঘন্টা)