shono
Advertisement

ঘরোয়া লিগে জর্জের চ্যালেঞ্জ, নিজেদের মাঠে প্রথম জয়ের খোঁজে মোহনবাগান

লিগ টেবিলে পঞ্চম স্থানে রয়েছে মোগনবাগান। The post ঘরোয়া লিগে জর্জের চ্যালেঞ্জ, নিজেদের মাঠে প্রথম জয়ের খোঁজে মোহনবাগান appeared first on Sangbad Pratidin.
Posted: 11:48 AM Sep 08, 2019Updated: 12:24 PM Sep 08, 2019

স্টাফ রিপোর্টার: কলকাতা লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে আজ জর্জ টেলিগ্রাফের বিরুদ্ধে নামছে মোহনবাগান। লিগের শুরুটা বিশ্রী করার দরুন এখন পয়েন্ট টেবিলে অনেকটাই পিছিয়ে সবুজ মেরুন। লিগ জয়ের দৌড়ে টিকে থাকতে গেলে জর্জকে হারাতেই হবে। স্বাভাবিকভাবেই প্রস্তুতিতে অতিরিক্ত জোর দিচ্ছেন কোচ কিবু ভিকুনা।

Advertisement

[আরও পড়ুন: মন ভরলেও ভরল না পয়েন্টের ঝুলি, হার দিয়েই প্রাক-বিশ্বকাপ অভিযান শুরু ভারতের]

অনুশীলেন নিজেই বারবার ফুটবলারদের কাছে ছুটে গিয়ে মোহনবাগান কোচ কিবু বোঝাচ্ছিলেন, এমন জায়গায় বল এলে কী করতে হবে। প্রতিপক্ষ হতে পারে জর্জ টেলিগ্রাফ। ধারে বা ভারে যারা অনেকটাই পিছিয়ে। কিন্তু রবিবারের ম্যাচ নিয়ে ভিকুনা যে হোমওয়ার্ক করেছেন, সেটা তাঁর কথায় পরিস্কার। বলছিলেন, “ওরা ইস্টবেঙ্গলকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছিল। মহামেডানের বিরুদ্ধে ওদের খেলা আমি দেখেছি। দুটো ম্যাচেই ৪-১-৪-১ ফর্মেশনে ওরা খেলেছিল। সবচেয়ে বড় কথা, প্রত্যেকটা বিভাগে ওদের একজন করে বিদেশি আছে। আমাদের কাছে ম্যাচটা কিন্তু বেশ শক্ত হতে চলেছে।”

কিবুর চিন্তার আরও একটা কারণ আছে। সেটা কলকাতা লিগে নিজেদের মাঠে এখনও জেতেনি মোহনবাগান। এখানে দুটো ম্যাচ খেলেছেন বেইতিয়ারা। মরশুমের শুরুতেই পিয়ারলেসের কাছে হার। তারপর কাস্টমসের সঙ্গে ড্র। যে দুটো ম্যাচ মোহনবাগান জিতেছে, তা কল্যাণীতেই। এ নিয়ে কিবু কোনও অজুহাত দিতে চান না। বলছিলেন, “ ঘরের মাঠে বলে আমার অসুবিধা নেই। সমর্থকদের কথাও তো ভাবতে হবে। ঘরের মাঠে আমরা লিগে জিততে না পারলেও ডুরান্ডে জিতেছি। তাই আমার কাছে ডুরান্ড বা কলকাতা লিগ একই।”

[আরও পড়ুন: ডার্বির হ্যাংওভার কাটিয়ে সাদার্নের বিরুদ্ধে জয়ে ফিরল ইস্টবেঙ্গল]

শেষ ম্যাচে ভবানীপুরের বিরুদ্ধে মোহনবাগান জিতেছে দু’গোলে। সেই ম্যাচে যারা খেলেছিল, জর্জের বিরুদ্ধেও মোটামুটি তারাই নামবে। বদল শুধু একটাই। কার্ড সমস্যায় খেলতে পারবেন না জেসুরাজ। তবে ভিপি সুহের ফিরছেন। সুহের দলে ফেরায় চামোরোকে বসিয়ে শুরুতে মাঝমাঠে ফ্রান গঞ্জালেজ আর বেইতিয়া খেলবেন? নাকি গত ম্যাচের মতো এক গঞ্জালেজকে রেখে পরে বেইতিয়াকে নামাবেন? মোহনবাগান সমর্থকরা জানেন, মাঝমাঠে দলকে নির্ভরতা দিতে পারেন বেইতিয়াই। তবে ইদানীং ফ্রানও নজরে পড়েছেন। তাই এখনই এ নিয়ে সিদ্ধান্ত নিতে পারছেন না বাগান কোচ। তবে দলের প্রথম একাদশ নিয়ে প্রশ্ন করা হলে কিবু একটা শব্দও খরচ করতে চাননি।

The post ঘরোয়া লিগে জর্জের চ্যালেঞ্জ, নিজেদের মাঠে প্রথম জয়ের খোঁজে মোহনবাগান appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement