মোহনবাগান: ৫ (সুহেল-হ্যাটট্রিক, সালাউদ্দিন, প্রীতম-আত্মঘাতী)
টালিগঞ্জ: ১ (শামিম)
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কলকাতা লিগে অবনমনের খাঁড়া ঝুলছিল মাথার উপর। সেখান থেকে দুরন্ত কামব্যাক মোহনবাগানের। টানা দুই ম্যাচে জিতে পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে উঠে এল সবুজ-মেরুন ব্রিগেড। টালিগঞ্জ অগ্রগামীর বিরুদ্ধে সুহেল ভাটের হ্যাটট্রিকে ভর করে জিতল মোহনবাগান। ৫-১ ফলে শেষ হল ম্যাচ।
মঙ্গলবার ম্যাচ শুরুর আগে মোহনবাগান দাঁড়িয়েছিল নবম স্থানে। পাঁচ ম্যাচ খেলে একটিতে জয়। তিনটিতে ড্র ও একটিতে হারের সৌজন্যে মোহনবাগানের সংগ্রহে ছিল ছয় পয়েন্ট। তবে অবনমনের আওতায় থাকা টালিগঞ্জের বিরুদ্ধে জয় পেতে মরিয়া ছিল মোহনবাগান। গুরুত্বপূর্ণ ম্যাচে সুহেল ভাটের মতো সিনিয়র দলের ফুটবলারকেও এদিন প্রথম থেকে মাঠে নামানো হয়। শেষ পর্যন্ত বড় ব্যবধানে জিতে যায় মোহনবাগান।
[আরও পড়ুন: শ্রীলঙ্কার বিরুদ্ধে নিয়মরক্ষার ম্যাচেও লক্ষ্য জয়, পরীক্ষানিরীক্ষার কথাও ভাবছেন কোচ গম্ভীর]
ম্যাচের প্রথমার্ধে বেশ কয়েকবার গোলের সুযোগ পেয়েছিলেন সবুজ-মেরুন ফুটবলাররা। তবে নিজেরাই গোলের সহজ সুযোগ হাতছাড়া করেন। দ্বিতীয়ার্ধে অবশ্য ভুল করেননি সুহেলরা। ৫১ মিনিটে প্রীতম খাটুয়ার আত্মঘাতী গোলে এগিয়ে যায় মোহনবাগান। তার পর গোটা ম্যাচ জুড়ে সুহেল-শো। ৫৯, ৬৩ এবং ৭০ মিনিটে গোল করেন বাগান তারকা। সুহেলের হ্যাটট্রিকের জবাব ছিল না টালিগঞ্জের কাছে।
পরে শামিম একটি গোল শোধ করলেও ম্যাচের ভাগ্য মোহনবাগানের দিকেই নির্ধারিত হয়ে গিয়েছিল। অতিরিক্ত সময়ে ৯৪ মিনিটে এসে গোল করেন সালাউদ্দিন। টালিগঞ্জকে ৫ গোলে হারানোর পরে নবম স্থান থেকে পঞ্চম স্থানে উঠে এল সবুজ-মেরুন শিবির। ৬ ম্যাচ খেলে এখন তাদের সংগ্রহে ৯ পয়েন্ট। টানা দুই ম্যাচে জিতে অবনমনের আতঙ্ক থেকেও মুক্তি পাবেন সবুজ-মেরুন ভক্তকুল।