shono
Advertisement

বুধবারই কল্যাণীতে খেলতে হবে মোহনবাগানকে: আইএফএ

সচিব উৎপল গঙ্গোপাধ্যায়ের পার্কস্ট্রিট অফিসের সভায় সিদ্ধান্ত নেওয়া হয় মোহনবাগানের আর কোনও দাবিকে কোনও মতে মেনে নেওয়া হবে না৷ The post বুধবারই কল্যাণীতে খেলতে হবে মোহনবাগানকে: আইএফএ appeared first on Sangbad Pratidin.
Posted: 08:04 PM Sep 06, 2016Updated: 02:34 PM Sep 06, 2016

স্টাফ রিপোর্টার: ডার্বি নির্দিষ্ট দিনেই করার সিদ্ধান্ত নিল আইএফএ৷ সেই সঙ্গে মোহনবাগানকে চিঠি দিয়ে অনুরোধ জানাল রাজ্য ফুটবল সংস্থা– চার হাজার টিকিট দেওয়া তাদের পক্ষে কোনওমতেই সম্ভব নয়৷ প্রকারন্তরে মোহনবাগানের কোনও দাবিকেই আর মেনে নিল না আইএফএ৷

Advertisement

মঙ্গলবার সকালে আইএফএ’র পদাধিকারীরা বসেছিলেন গোপন সভায়৷ সচিব উৎপল গঙ্গোপাধ্যায়ের পার্কস্ট্রিট অফিসে প্রায় ঘণ্টাখানেকের উপর গুরুত্বপূর্ণ সভাটি চলে৷ সেই সভায় সিদ্ধান্ত নেওয়া হয় মোহনবাগানের আর কোনও দাবিকে কোনও মতে মেনে নেওয়া হবে না৷ দু’টো দাবি জানিয়েছিল মোহনবাগান৷ এক, ডার্বি হওয়ার আগে দলকে কমপক্ষে ৪৮ ঘণ্টা প্র্যাকটিস করার সুযোগ দিতে হবে৷ সেক্ষেত্রে ম্যাচ ৭ তারিখ না করে ৮ কিংবা ৯ সেপ্টেম্বর করলে ভাল হয়৷ দুই, পূর্ব ঘোষণা অনুযায়ী চার হাজার টিকিট ক্লাবকে দিতে হবে৷ কিন্তু আইএফএ আজকের সভায় সিদ্ধান্ত নিল, এই দু’টি দাবি তাদের পক্ষে মানা সম্ভব হচ্ছে না৷ সভা চলাকালীন সচিব উৎপল গঙ্গোপাধ্যায় নাকি বলেন, বর্তমান পরিস্থিতি যেদিকে মোড় নিয়েছে, তাতে ম্যাচ ৭ সেপ্টেম্বর করতেই হবে৷ শুধু তাই নয়, তিনি সভায় এও জানান ডার্বি উপলক্ষে যা যা করার কথা ছিল, তা সবই হবে৷ অর্থাৎ, ম্যানেজার্স মিটিং থেকে শুরু করে সাংবাদিক সম্মেলন সবই চালু থাকবে৷ এই সব বিষয় উল্লেখ করেই মোহনবাগানকে ডার্বির আগে শেষ চিঠি পাঠিয়েছে আইএফএ৷

নাম প্রকাশে অনিচ্ছুক আইএফএ এক শীর্ষ কর্তা বলছিলেন, “আমরা মোহনবাগানকে শেষ চিঠি পাঠিয়ে দিয়েছি৷ যে চিঠিতে আমরা অনুরোধ করেছি মোহনবাগানকে ডার্বি খেলতে৷ শুধু তাই নয়, সামগ্রিক পরিস্থিতির কথা ভেবে জাতীয় ক্লাবকে ডার্বি খেলার জন্য সবদিক দিয়ে বিবেচনা করতে বলা হয়েছে৷ সেই সঙ্গে আমরা এও জানিয়েছি, চার হাজার টিকিট দেওয়া আমাদের পক্ষে সম্ভব নয়৷ কল্যাণী স্টেডিয়ামে মোট আসন সংখ্যা এখন সাড়ে সাত হাজার৷ সেখানে মোহনবাগান যদি চার হাজার টিকিট চায়, তাহলে ইস্টবেঙ্গলকেও সমসংখ্যক টিকিট দিতে হবে৷ অথচ তত টিকিট আমাদের হাতেই নেই৷”

ডার্বির ২৪ ঘণ্টা আগে এমন পরিস্থিতি অতীতে কখনও ঘটেনি৷ মোহনবাগানের কোর্টে এখন বল৷ দেখার বিষয় মোহনবাগান এখন কী করে? প্রশ্ন হল, শেষপর্যন্ত মোহনবাগান যদি ডার্বি না খেলে, তাহলে আইএফএ কী করবে? বুধবার ডার্বি না হলে লিগ জয়ের রেকর্ড গড়ার জন্য ক্লাব পতাকা তুলে দিতে পারে ইস্টবেঙ্গল৷

The post বুধবারই কল্যাণীতে খেলতে হবে মোহনবাগানকে: আইএফএ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement