মোহনবাগান: ১ (সুহেল-পেনাল্টি)
কালীঘাট এম এস: ১ (করণ চাঁদ মুর্মু-পেনাল্টি)
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টানা তিন ম্যাচে জয়ের হ্যাটট্রিক। কিন্তু কালীঘাট (Kalighat) এম এসের কাছে ধাক্কা খেল পালতোলা নৌকা। বুধবার কলকাতা লিগের ম্যাচে ড্র করল মোহনবাগান (Mohun Bagan)। এদিনই ক্লাবে স্বাগত জানানো হল দলের তিন বিদেশিকে। কিন্তু তাঁদের সামনে মাঠে নেমে তিন পয়েন্ট জিততে পারলেন না হামতেরা। ১-১ ফলে ড্র হল ম্যাচ। চলতি কলকাতা লিগে (Kolkata League) এই প্রথমবার এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়লেন বাসব রায়ের ছাত্ররা।
[আরও পড়ুন: ‘খাদ্যসংকটে পড়বে বিশ্ব’, চাল রপ্তানিতে নিষেধাজ্ঞা তুলুক ভারত, চায় আইএমএফ]
ম্যাচে নামার আগেই অবশ্য প্রতিপক্ষকে যথেষ্ট সমীহ করেছিলেন কোচ বাসব রায়। কালীঘাটের খেলোয়াড়দের সামাল দিতে সবুজ মেরুনের অনূর্ধ্ব-২৩ দলকে বেশ ভাল খেলতে হবে বলেই জানিয়েছিলেন তিনি। মাঠে নেমেও দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই দেখা গেল। তবে একেবারে শেষ মুহূর্তে জয়ের সুযোগ এসেছিল মোহনবাগানের কাছে। তবে মোহনবাগানের গোলটি অফসাইডের জন্য বাতিল হয়। ১-১ ফলেই ম্যাচ শেষ হয়।
ম্যাচের প্রথম থেকে সমান দাপট ছিল দুই দলেরই। প্রথমদিকেই পেনাল্টি পেয়ে যায় কালীঘাট। সেখান থেকে গোল করেই ম্যাচে এগিয়ে যায় তারা। প্রথমার্ধেই পেনাল্টি থেকে গোল শোধ করেন মোহনবাগানের সুহেল। তারপর দ্বিতীয়ার্ধে বারবার আক্রমণ হলেও গোল করতে পারেনি দুই দল। অতিরিক্ত সময়ে এসে মোহনবাগান একটি গোল করে। কিন্তু অফসাইডের কারণে বাতিল হয় গোলটি। ফলে জয় হাতছাড়া হয়ে যায় সবুজ মেরুনের।