সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সামান্য হলেও বাগে মারণ করোনা। দীর্ঘদিন পর ২৪ ঘণ্টায় রাজ্যের দৈনিক সংক্রমিতের সংখ্যা ১১ হাজারের নিচে। একদিনে সংক্রমিত হয়েছেন ১০, ১৩৭। নিম্নমুখী মৃত্যুও। যা স্বস্তি দিচ্ছে রাজ্যবাসীকে।
স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে সংক্রমিতদের মধ্যে ২,৩৭৬ জন উত্তর ২৪ পরগনার (North 24 Parganas)। অর্থাৎ দৈনিক সংক্রমণের নিরিখে প্রথম স্থানে ওই জেলা। তবে এদিনও উঃ ২৪ পরগনার দৈনিক সংক্রমণ তিন হাজারের নিচে। যা কিছুটা স্বস্তি দিচ্ছে ওই জেলার বাসিন্দাদের। দ্বিতীয় স্থানে কলকাতা। একদিনে নতুন করে আক্রান্তের সংখ্যা ১,৩২৪ জন। গতকালের তুলনায় অনেকটা কমেছে কলকাতার সংক্রমণ। এদিনও তৃতীয় স্থানে দক্ষিণ ২৪ পরগনা। একদিনে সংক্রমিত সেখানকার ৮৭০ জন। হাওড়া রয়েছে চতুর্থ স্থানে। সেখানে একদিনে সংক্রমিত ৭৯২ জন। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের করোনা (CoronaVirus) গ্রাফও বেশ খানিকটা নিম্নমুখী। তবে এদিনও প্রায় সব জেলা থেকেই মিলেছে নতুন সংক্রমিতের হদিশ। ফলে রাজ্যের মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৩,৭৬,৩৭৭।
[আরও পড়ুন: জোর করে মৃত প্রেমিকের সঙ্গে নাবালিকার বিয়ে, পরানো হল সিঁদুর! তুমুল চাঞ্চল্য বর্ধমানে]
স্বাস্থ্য দপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, একদিনে করোনা প্রাণ কেড়েছে রাজ্যের ১৩১ জনের। যা আগের দিনের তুলনায় খানিকটা কম। এদিনের মৃতদের মধ্যে ৩৩ জনই উত্তর ২৪ পরগনার। অর্থাৎ দৈনিক মৃত্যুর নিরিখে প্রথম স্থানে ওই জেলা। তবে আগের দিনের তুলনায় কমেছে মৃত্যু। এই পরিসংখ্যানে উদ্বেগ সামান্য হলেও কমেছে। দ্বিতীয় স্থানে কলকাতা (Kolkata)। সেখানে একদিনে মৃত্যু হয়েছে ২৮ জনের। একদিনে দক্ষিণ ২৪ পরগনায় করোনার বলি ১০ জন। এদিনে জলপাইগুড়িতে মৃত্যু হয়েছএ ৯ জনের। এখনও পর্যন্ত করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৫, ৫৪১। একদিনে করোনাকে পরাস্ত করে ঘরে ফিরেছেন ১৭, ৮৫৬ জন। তাঁদের মধ্যে ৩,৩৬৩ জন উত্তর ২৪ পরগনার। এখনও পর্যন্ত রাজ্যে মোট করোনাজয়ীর সংখ্যা ১২,৭৩,৭৮৮। গত ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৯২. ৫৫ শতাংশ। একদিনে কোভিড টেস্ট হয়েছে ৫৮, ৫৮৩ জনের।