shono
Advertisement

Coronavirus: ১৭৭ দিন পর রাজ্যে দৈনিক সংক্রমণ হাজারের বেশি, বাড়ছে উদ্বেগ

গত ২৪ ঘণ্টায় শুধুমাত্র কলকাতায় করোনা আক্রান্ত হয়েছে প্রায় সাড়ে পাঁচশো জন।
Posted: 08:17 PM Dec 29, 2021Updated: 08:28 PM Dec 29, 2021

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনার নতুন স্ট্রেন ওমিক্রন (Omicron) ঘুম উড়িয়েছে দেশবাসীর। এরই মাঝে গত ২৪ ঘণ্টায় এক ধাক্কায় অনেকটা বাড়ল রাজ্যের সংক্রমণ। ১৭৭ দিন পর এই একদিনে রাজ্যে করোনা আক্রান্ত হয়েছে হাজারের বেশি। স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা সংক্রমিত ১,০৮৯ জন। মৃত্যু হয়েছে ১২ জনের। ঊর্ধ্বমুখী অ্যাকটিভ কেস। 

Advertisement

এদিকে স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা (Corona Virus) আক্রান্তদের মধ্যে ৫৪০ জন কলকাতার (Kolkata)। অর্থাৎ দৈনিক সংক্রমণের নিরিখে এদিন ফের প্রথমে ওই জেলা। আগের দিনের তুলনায় অনেকটাই বেড়েছে সংক্রমণ। দ্বিতীয় স্থানে উত্তর ২৪ পরগনা (North 24 Parganas)। একদিনে আক্রান্ত সেখানকার ১৪৫ জন। আগেরদিন সংক্রমণ ছিল এর তুলনায় বেশ কিছুটা কম। 

[আরও পড়ুন: একবছরে কাঁকড়া খেয়ে মৃত চার পর্যটক, দিঘার হোটেলে হানা খাদ্যদপ্তরের আধিকারিকদের]

দৈনিক সংক্রমণের নিরিখে ফের তৃতীয় স্থানে হাওড়া। একদিনে ওই জেলায় নতুন করে সংক্রমিত ৭৯ জন। চতুর্থ স্থানে দক্ষিন ২৪ পরগনা। সেখানে একদিনে সংক্রমিত ৬০ জন। এছাড়াও গত ২৪ ঘণ্টায় রাজ্যের কম বেশি সব জেলা থেকেই নতুন আক্রান্তের হদিশ মিলেছে। ফলে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৬,৩২, ৯০৬। 

একদিনে করোনা প্রাণ কেড়েছে রাজ্যের ১২ জনের। দৈনিক মৃত্যুর নিরিখে প্রথম স্থানে হাওড়া ও কলকাতা। একদিনে করোনার বলি হয়েছেন সেখানকার ৩ জন করে। যা স্বাভাবিকভাবেই দুশ্চিন্তা বাড়িয়েছে ওই জেলার বাসিন্দাদের। এখনও পর্যন্ত রাজ্যে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৯, ৭৪৫ জন। একদিনে করোনাকে পরাস্ত করে ঘরে ফিরেছেন ৮০৭ জন। এখনও পর্যন্ত রাজ্যে মোট করোনাজয়ীর সংখ্যা ১৬,০৫, ৮৩৪। গত ২৪ ঘণ্টায় পজিটিভিটি রেট ২.৮৪ শতাংশ। বর্তমানে রাজ্যে সেফ হোমের সংখ্যা ২০০।

[আরও পড়ুন: জমি সংক্রান্ত সমস্যা থেকে সবুজ সাথীর সাইকেল, প্রশাসনিক বৈঠকে ৭ বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement