shono
Advertisement

Breaking News

পরপর দু’দিন নিম্নমুখী রাজ্যের কোভিড গ্রাফ, ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৮৭ শতাংশের বেশি

একদিনে করোনার বলি ১৪৭ জন।
Posted: 07:21 PM May 16, 2021Updated: 07:56 PM May 16, 2021

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পরপর দু’দিন সামান্য হলেও নিম্নমুখী রাজ্যের কোভিড গ্রাফ। গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন রাজ্যের ১৯, ১১৭ জন।  আতঙ্কের মাঝেও যা খানিকটা স্বস্তি দিয়েছে আমজনতাকে। একদিনে করোনা প্রাণ কেড়েছে রাজ্যের ১৪৭ জনের। ২৪ ঘণ্টায় করোনাকে জয় করেছেন রাজ্যের ১৯,১১৩ জন। 

Advertisement

স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সংক্রমিতদের মধ্যে ৪,১১৬ জনই উত্তর ২৪ পরগনার (North 24 Parganas)। অর্থাৎ দৈনিক সংক্রমণের নিরিখে ফের প্রথম স্থানে ওই জেলা। দ্বিতীয় স্থানে কলকাতা। সেখানেও তিন হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন এদিন। নতুন আক্রান্তের সংখ্যা ৩,৪৫১ জন। তৃতীয় স্থানে উঠে এল হুগলি। একদিনে সংক্রমিত সেখানকার ১,৩৩৯ জন।  দক্ষিণ ২৪ পরগনা রয়েছে চতুর্থ স্থানে। সেখানেও একদিনে সংক্রমিত এক হাজারের বেশি। নতুন সংক্রমিতের সংখ্যা ১,২৩৬ জন। গত ২৪ ঘণ্টায় নিম্নমুখী নদিয়ার কোভিড গ্রাফ। একদিনে সংক্রমিত সেখানকার ৯৯৪ জন। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের করোনা গ্রাফও রীতিমতো ভয় ধরিয়েছে সেখানকার বাসিন্দাদের। এদিন সব জেলা থেকেই মিলেছে নতুন সংক্রমিতের হদিশ। ফলে রাজ্যের মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১১,৩৩, ৪৩০।

[আরও পড়ুন: রাজ্যে ‘লকডাউনে’র প্রথম দিনই দোকানের শাটার ভেঙে লক্ষাধিক টাকার মদ চুরি!]

একদিনে করোনা প্রাণ কেড়েছে রাজ্যের ১৪৭ জনের। এদিনের মৃতদের মধ্যে ৩৯ জনই উত্তর ২৪ পরগনার। অর্থাৎ দৈনিক মৃত্যুর নিরিখে প্রথম স্থানে ওই জেলা। এই পরিসংখ্যানে স্বাভাবিকভাবেই দুশ্চিন্তা বেড়েছে সেখানকার বাসিন্দাদের। দ্বিতীয় স্থানে কলকাতা। সেখানে একদিনে মৃত্যু হয়েছে ৩৩ জনের। একদিনে দক্ষিণ ২৪ পরগনায় করোনার বলি ১৬ জন। এখনও পর্যন্ত করোনায়  মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৩, ২৮৪। একদিনে করোনাকে পরাস্ত করে ঘরে ফিরেছেন ১৯,১১৩ জন। তাঁদের মধ্যে ৩,৮১১ জন কলকাতার। এখনও পর্যন্ত রাজ্যে মোট করোনাজয়ীর সংখ্যা ৯,৮৮,৩৪১। অর্থাৎ আগামী ২৪ ঘণ্টায় রাজ্যের মোট করোনাজয়ীর সংখ্যা ১০ লক্ষের কাছে পৌঁছে যাবে, তা বলাই বাহুল্য। গত ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৮৭. ২০শতাংশ। একদিনে কোভিড টেস্ট হয়েছে ৬৪,৩২৭ জনের।

 
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement