সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রতিদিনই একটু একটু করে সুস্থ হচ্ছে বাংলা। কমছে করোনা সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ২০০-এর কিছু বেশি। যা আগের দিনের তুলনায় অনেকটা কম। মৃত্যু হয়েছে ৩ জনের। কতদিনে করোনা মুক্ত হবে বাংলা? সেই অপেক্ষায় আমজনতা।
স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, রাজ্য স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ২২২ জন। যা আগেরদিনের তুলনায় বেশ কিছুটা কম। কারণ, ওইদিন বাংলার ২৮৩ জনের শরীরে মিলেছিল ভাইরাসের হদিশ। ফলে এখনও পর্যন্ত রাজ্যে মোট আক্রান্ত হয়েছেন ২১ , ৬, ৫২৪ জন। আগের দিনের মতোই এদিনও রাজ্যে করোনায় মৃতের সংখ্যা ৩। এখনও পর্যন্ত করোনার ছোবলে প্রাণ গিয়েছে ২১ হাজার ৪৬০ জনের। মৃত্যুহার ১.০২ শতাংশ।
[আরও পড়ুন: সংবাদমাধ্যমে আর মুখ খুলবেন না মদন মিত্র! দলের নির্দেশেই সিদ্ধান্ত? দিলেন জবাব]
সংক্রমণ যেমন কমেছে, তেমনই খানিকটা কমেছে সুস্থতাও। এদিন করোনাকে হারিয়েছেন ৩২৫ জন। যা আগেরদিনের তুলনায় কিছুটা কম। এখনও পর্যন্ত রাজ্যে করোনা জয়ীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ লক্ষ ৮২ হাজার ১৩৬। সুস্থতার হার ৯৮.৮২ শতাংশ।
২০২০ সালের প্রায় শুরু থেকে দেশজুড়ে করোনার (Coronavirus) দাপট লক্ষ্য করা যায়। সেই সময় টেস্টিংয়ের উপর বিশেষ জোর দেওয়া হয়েছিল। মাঝে করোনার বাড়বাড়ন্ত কমে অনেকটাই। তার ফলে টেস্টিংয়ের প্রবণতা কমেছিল খানিকটা। তবে ফের করোনা উপসর্গ দেখা দিলেই পরীক্ষার জোর দেওয়া হচ্ছে। গত ২৪ ঘণ্টায় এ রাজ্যে মোট ৮ হাজার ৯৬০ টি নমুনা পরীক্ষা হয়েছে। এখনও পর্যন্ত মোট ২৬,২৬৪,৯৪৯ টি নমুনা পরীক্ষা হয়েছে। পজিটিভিটি রেট ২.৪৮ শতাংশ। ভ্যাকসিনেশন বা টিকাকরণের উপর বিশেষ জোর দেওয়া হয়েছে। এদিন ৭৭ হাজার ৯৭৪ ডোজ ভ্যাকসিন দেওয়া হয়েছে। মাস্ক এবং স্যানিটাইজার ব্যবহারে দেওয়া হচ্ছে বিশেষ জোর।