সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাগে এসেছে ঠিকই। কমেনি দাপট, তবে এখনও নিয়মিত করোনা আক্রান্ত হচ্ছেন রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষ। গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৪২ জন। মৃতের সংখ্যা শূন্য।
স্বাস্থ্যদপ্তরের মঙ্গলবার সন্ধের রিপোর্ট বলছে, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা (COVID-19) আক্রান্ত হয়েছে ৪২ জন। বুধবার আক্রান্তের সংখ্যা ছিল ২৫। অর্থাৎ গত ২৪ ঘণ্টায় বেশ কিছুটা বেড়েছে সংক্রমণ। এখনও পর্যন্ত রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা ২০, ১৮, ৭১৩ জন। একদিনে করোনা মুক্ত হয়েছেন ৩৯ জন। ফলে মোট করোনাজয়ীর সংখ্যা বেড়ে হয়েছে ১৯,৯৭,১১২ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৯৮. ৯৩ শতাংশ।
[আরও পড়ুন: অপহরণ করে ৩ লক্ষ টাকা মুক্তিপণ দাবি, পুলিশের তৎপরতায় ১০ ঘণ্টার মধ্যে ঘরে ফিরলেন বৃদ্ধ]
বর্তমানে হোম আইসোলেশনে রয়েছেন ৩৮৭ জন। হাসপাতালে ভরতি ১১ জন করোনা আক্রান্ত। এদিন উর্ধ্বমুখী রাজ্যের সক্রিয় করোনা রোগীর সংখ্যা। বর্তমানে সক্রিয় করোনা রোগীর সংখ্য়া ৩৯৮ জন। গত ৬ দিনে মারণ ভাইরাসে রাজ্যে কোনও প্রাণহানি ঘটেনি। তবে এখনও পর্যন্ত এ রাজ্যে মারণ ভাইরাসের বলি মোট ২১ হাজার ২০৩ জন।
পরিসংখ্যান অনুযায়ী, একদিনে রাজ্যে করোনা পরীক্ষা হয়েছে ৯ হাজার ২৩ জনের। এখনও পর্যন্ত মোট করোনা পরীক্ষা হয়েছে ২৪, ১৪৭, ৪৮৪ জনের। একদিনে করোনার টিকা পেয়েছেন, ১, ১৪, ৭২৬ জন। অর্থাৎ সংক্রমণ কমার পাশাপাশি জোরকদমে চলছে টিকাকরণ। উল্লেখ্য, চিকিৎসক মহল বলছে, কোভিডবিধি মেনে চলুন। নয়তো আগামী কয়েক মাসের মধ্যে দেশে আছড়ে পড়তে পারে করোনার চতুর্থ ঢেউ।