সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনা মোকাবিলায় ঝাঁপিয়ে পড়েছে রাজ্য। এখনও রাজ্য জারি কড়া বিধিনিষেধ। বন্ধ লোকাল ট্রেন। এই নিষেধাজ্ঞার সুফল যে মিলেছে তা বলাই বাহুল্য। অনেকটাই বাগে এসেছে সংক্রমণ। তবে গত ২৪ ঘণ্টায় বাংলায় ফের সামান্য বাড়ল রাজ্যের দৈনিক সংক্রমণ। একদিনে নতুন করে সংক্রমিত হয়েছেন ৬৪৬ জন। মৃত ৭। যা সামান্য হলেও উদ্বেগ বাড়িয়েছে আমজনতা। তবে এসবের মাঝে আশার আলো ঊর্ধ্বমুখী সুস্থতার হার।
স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা (Corona Virus) আক্রান্তদের মধ্যে ৮৮ জন উত্তর ২৪ পরগনার। অর্থাৎ দৈনিক সংক্রমণের নিরিখে ফের প্রথম স্থানে ওই জেলা। দ্বিতীয় স্থানে ফের কলকাতা (Kolkata)। একদিনে সংক্রমিত সেখানকার ৮৬ জন। এক ধাক্কায় অনেকটা সংক্রমণ বেড়েছে তিলোত্তমায়। তৃতীয় স্থানে হুগলি। একদিনে সেখানকার ৫৭ জনের শরীরে থাবা বসিয়েছে মারণ ভাইরাস।চতুর্থ স্থানে দক্ষিণ ২৪ পরগনা। সেখানে একদিনে সংক্রমিত ৪৮ জন। এছাড়াও গত ২৪ ঘণ্টায় কম বেশি রাজ্যের বাকি সব জেলা থেকেই নতুন আক্রান্তের হদিশ মিলেছে। একদিনে পজিটিভিটি রেট ১.৪৭ শতাংশ। ফলে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৫,৪০,২৫৮।
[আরও পড়ুন: ‘কালো বলে শৈশবে অবহেলিত হন রবীন্দ্রনাথ!’, কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীর মন্তব্য ঘিরে বিতর্ক]
একদিনে করোনা প্রাণ কেড়েছে রাজ্যের ৭ জনের। মৃত্যুর নিরিখে প্রথম স্থানে উত্তর ২৪ পরগনা। একদিনে করোনার বলি সেখানকার ২ জন। তবে উল্লেখযোগ্যভাবে গত ২৪ ঘণ্টায় কলকাতায় করোনায় মৃতের সংখ্যা শূন্য। এখনও পর্যন্ত রাজ্যে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৮, ৩২৫ জন। একদিনে করোনাকে পরাস্ত করে ঘরে ফিরেছেন ৬৬০ জন।এখনও পর্যন্ত রাজ্যে মোট করোনাজয়ীর সংখ্যা ১৫,১২,২১৮। গত ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৯৮.১৮ শতাংশ। এখনও পর্যন্ত মোট করোনা পরীক্ষা হয়েছে ১,৬৪,৯৪,০৭৭ জনের। বর্তমানে রাজ্যে সেফ হোমের সংখ্যা ২০০।