সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুজো এগিয়ে আসছে। হাতে মাত্র কটা দিন বাকি। এখনও সকলের মনে প্রশ্ন কোভিড পরিস্থিতিতে কীভাবে হবে প্যান্ডেল হপিং। কারণ, মাঝে মধ্যেই ঊর্ধ্বমুখী হচ্ছে রাজ্যের কোভিড গ্রাফ। এই পরিস্থিতিতে রাজ্যবাসীকে খানিকটা স্বস্তি দিল গত ২৪ ঘণ্টার করোনার পরিসংখ্যান। সামান্য হলেও কমেছে সংক্রমণ। একদিনে নতুন করে সংক্রমিত হয়েছেন ৭৪৮ জন। কমেছে মৃত্যুও। একদিনে করোনা প্রাণ কেড়েছে ৯ জনের। সুস্থতার হার ৯৮.৩১ শতাংশ।
স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা (Corona Virus) আক্রান্তদের মধ্যে ১৩৯ জন কলকাতার (Kolkata)। অর্থাৎ দৈনিক সংক্রমণের নিরিখে এদিন ফের প্রথমে ওই জেলা। তবে আগের দিনের অত্যন্ত সামান্য হলেও ঊর্ধ্বমুখী কোভিড গ্রাফ। দ্বিতীয় স্থানে উত্তর ২৪ পরগনার (North 24 Parganas)। একদিনে আক্রান্ত সেখানকার ১১৮ জন। অর্থাৎ কমেছে ওই জেলার সংক্রমণ।
[আরও পড়ুন: সিভিল সার্ভিসের সেরা একশোয় ঝাড়গ্রামের শুভঙ্কর বালা, ছেলের কৃতিত্বে গর্বিত পরিবার]
দৈনিক সংক্রমণে ফের তৃতীয় স্থানে হুগলি। একদিনে সেখানকার ৬৩ জনের শরীরে থাবা বসিয়েছে মারণ ভাইরাস। চতুর্থ স্থানে দক্ষিণ ২৪ পরগনা। সেখানে একদিনে সংক্রমিত ৫৮ জন। এছাড়াও গত ২৪ ঘণ্টায় কম বেশি রাজ্যের বাকি সব জেলা থেকেই নতুন আক্রান্তের হদিশ মিলেছে। একদিনে পজিটিভিটি রেট ১. ৪৬ শতাংশ। ফলে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৫,৬৬,৩৯৩।
একদিনে করোনা প্রাণ কেড়েছে রাজ্যের ৯ জনের। অর্থাৎ আগের দিনের তুলনায় কমেছে মৃত্যু। দৈনিক মৃত্যুর নিরিখে প্রথম স্থানে উত্তর ২৪ পরগনা ও নদিয়া। একদিনে করোনার বলি সেখানকার ২ জন করে। স্বাভাবিকভাবেই চিন্তা বাড়িয়েছে ওই জেলার বাসিন্দাদের। এখনও পর্যন্ত রাজ্যে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৮, ৭৩৬ জন। একদিনে করোনাকে পরাস্ত করে ঘরে ফিরেছেন ৭৩০ জন।এখনও পর্যন্ত রাজ্যে মোট করোনাজয়ীর সংখ্যা ১৫,৩৯,৯৭৪। গত ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৯৮.৩১ শতাংশ। বর্তমানে রাজ্যে সেফ হোমের সংখ্যা ২০০।