সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পরপর দু’দিন খানিকটা কমেছিল বাংলার করোনা সংক্রমণ। যা স্বস্তি দিয়েছিল রাজ্যবাসীকে। তবে তা দীর্ঘস্থায়ী হল না। গত ২৪ ঘণ্টায় ফের বাড়ল করোনা সংক্রমণ। একদিনে সংক্রমিত হয়েছেন ৮১৯ জন রাজ্যবাসী। যা আগের দিনের তুলনায় বেশ খানিকটা বেশি। বেড়েছে মৃত্যুও। একদিনে করোনার বলি ১৪ জন। সুস্থতার হার ৯৮.৩০ শতাংশ।
স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা (Corona Virus) আক্রান্তদের মধ্যে ২৩১ জন কলকাতার (Kolkata)। অর্থাৎ দৈনিক সংক্রমণের নিরিখে এদিন ফের প্রথমে ওই জেলা। আগের দিনের তুলনায় বেশ খানিকটা বেড়েছে সংক্রমণ। দ্বিতীয় স্থানে উত্তর ২৪ পরগনা (North 24 Parganas)। একদিনে আক্রান্ত সেখানকার ১২৯ জন। আগেরদিন সংক্রমণ ছিল এর তুলনায় খানিকটা কম।
[আরও পড়ুন: নির্মীয়মাণ বহুতলে তোলাবাজি ঘিরে অশান্তি, ইছাপুরে দিনেদুপুরে বোমাবাজি, জখম ৩ TMC কর্মী]
দৈনিক সংক্রমণে ফের তৃতীয় স্থানে দক্ষিণ ২৪ পরগনা। একদিনে ওই জেলায় নতুন করে সংক্রমিত ৮৮ জন। চতুর্থ স্থানে হুগলি। সেখানে একদিনে সংক্রমিত ৭৮ জন। এছাড়াও গত ২৪ ঘণ্টায় রাজ্যের কম বেশি সব জেলা থেকেই নতুন আক্রান্তের হদিশ মিলেছে। ফলে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৬,০৫, ৭৯৪।
একদিনে করোনা প্রাণ কেড়েছে রাজ্যের ১৪ জনের। দৈনিক মৃত্যুর নিরিখে প্রথম স্থানে উত্তর ২৪ পরগনা। একদিনে করোনার বলি হয়েছেন সেখানকার ৫ জনের। যা স্বাভাবিকভাবেই দুশ্চিন্তা বাড়িয়েছে ওই জেলার বাসিন্দাদের। এখনও পর্যন্ত রাজ্যে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৯,৩৩৩ জন। একদিনে করোনাকে পরাস্ত করে ঘরে ফিরেছেন ৮২৫ জন। এখনও পর্যন্ত রাজ্যে মোট করোনাজয়ীর সংখ্যা ১৫,৭৮, ৪৩৪। গত ২৪ ঘণ্টায় পজিটিভিটি রেট ২.২১ শতাংশ। বর্তমানে রাজ্যে সেফ হোমের সংখ্যা ২০০।