shono
Advertisement

সন্ত্রাস দমনে বড় পদক্ষেপ রাজ্যের, দায়িত্ব বাড়ল স্পেশ্যাল টাস্ক ফোর্সের

শীঘ্রই স্বতন্ত্র শাখা হিসাবে কাজ শুরু করবে স্পেশ্যাল টাস্ক ফোর্স (এসটিএফ)৷ The post সন্ত্রাস দমনে বড় পদক্ষেপ রাজ্যের, দায়িত্ব বাড়ল স্পেশ্যাল টাস্ক ফোর্সের appeared first on Sangbad Pratidin.
Posted: 09:17 PM Sep 06, 2019Updated: 09:52 PM Sep 06, 2019

সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়: সন্ত্রাসবাদ, চোরাচালান, মাদক পাচার-সহ রাজ্যজুড়ে বাড়তে থাকা নানাবিধ অবৈধ কারবারের মোকাবিলায় আরও শক্তি বাড়ছে স্পেশ্যাল টাস্ক ফোর্সের (এসটিএফ)৷ লালাবাজার সূত্রে খবর, কলকাতা পুলিশের অধীনে থেকে বেরিয়ে এবার স্বতন্ত্র ভাবে আত্মপ্রকাশ করতে চলেছে সন্ত্রাসবাদ মোকাবিলায় দক্ষ এই শাখা৷ এবার রাজ্যজুড়ে কাজ করবে এসটিএফ৷ যার নয়া নাম হচ্ছে স্পেশ্যাল টাস্ক ফোর্স ওয়েস্ট বেঙ্গল (এসটিএফ ডব্লু বি)৷

Advertisement

[ আরও পড়ুন: টলিউডেও কাস্টিং কাউচ! অভিনয়ের নামে কুপ্রস্তাব টেলি অভিনেত্রীকে ]

লালাবাজারের তরফে জানা গিয়েছে, চূড়ান্ত পর্বের প্রস্তুতি সারা হয়ে গিয়েছে৷ কলকাতার রিপন স্ট্রিটে হবে এই স্পেশ্যাল টাস্ক ফোর্স ওয়েস্ট বেঙ্গলের নয়া দপ্তর৷ দু-একদিনের মধ্যেই নবান্নের তরফে জারি করা হবে সরকারি বিজ্ঞপ্তি৷ এই বিভাগের মাথায় থাকবেন রাজ্য পুলিশের ডিজি৷ ডিরেক্টর হবেন আইজি পদমর্যাদার একজন আইপিএস অফিসার৷ তাঁর অধীনে থাকবে ২ জন ডিআইজি ও ৪ জন এসপি পদমর্যাদার আইপিএস অফিসার৷ সূত্রে খবর, এসটিএফ-কে স্বতন্ত্র বিভাগ করার পাশাপাশি, কলকাতা পুলিশের জন্য একটি নয়া সন্ত্রাসদমন শাখা তৈরি করা হচ্ছে৷ যার নাম অ্যান্টি টেররিস্ট সেল কলকাতা (এটিএস)৷ লালবাজারের শীর্ষ কর্তারা জানিয়েছেন, এসটিএফ-কে স্বতন্ত্র বিভাগ করার একাধিক সুবিধা রয়েছে৷ একদিকে যেমন সন্ত্রাসবাদ বা অন্য যেকোনও ধরনের অপরাধের আরও দ্রুত কিনারা করা যাবে৷ সমস্ত রাজ্যজুড়ে কাজ করতে পারবে আধিকারিকরা৷ তেমনই, বাইরের রাজ্য থেকে কোনও অপরাধীকে পাকড়াও করলে, আর ব্যাংকশাল আদালতে পেশ করার ঝক্কি পোয়াতে হবে না তদন্তকারীদের৷ ওই রাজ্যের নির্দিষ্ট আদালতেই ধৃতকে পেশ করা যাবে৷

[ আরও পড়ুন: সরকারি কর্মচারীদের এলটিসিতে লাগাম টানল রাজ্য, জারি নয়া নির্দেশিকা ]

উল্লেখ্য, ২০০৮-এ তৈরি হয় কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স বা এসটিএফ। দায়িত্ব দেওয়া হয় রাজীব কুমারকে। এরপর থেকেই বিভিন্ন সন্ত্রাসদমন অভিযানে দক্ষতা দেখিয়েছে এসটিএফ। এসেছে বহু সাফল্য। মাওবাদী থেকে শুরু করে জামাত কলকাতা-সহ রাজ্যজুড়ে বিভিন্ন উগ্রবাদী সংগঠন ও জঙ্গি মডিউলের পর্দাফাঁস করেছে কলকাতা পুলিশের এই শাখা৷ বর্তমানে এই শাখার দায়িত্বে রয়েছেন আইপিএস অফিসার শুভঙ্কর সিনহা রায়৷ শোনা যায়, রাজীব কুমার এডিজি সিআইডি হওয়ার পর থেকেই এসটিএফকে স্বতন্ত্র সংগঠন করার পরিকল্পনা ছিল তাঁর৷ ফলে রাজ্য সরকারের এই পদক্ষেপ রাজীব কুমারেরই ‘ব্রেন চাইল্ড’ বলে মনে করছে প্রশাসনিক মহলের একাংশ৷

The post সন্ত্রাস দমনে বড় পদক্ষেপ রাজ্যের, দায়িত্ব বাড়ল স্পেশ্যাল টাস্ক ফোর্সের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার