সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দীর্ঘ অপেক্ষার পরে সোমবার উদ্বোধন হয়েছে অযোধ্যা (Ayodhya) রামমন্দিরের। মঙ্গলবার থেকেই মন্দিরে রামলালার দর্শন পেতে ভিড় জমিয়েছেন পুণ্যার্থীরা। সেই সঙ্গে লাফিয়ে বেড়েছে রামমন্দিরে অনুদানের পরিমাণ। মন্দির কর্তৃপক্ষ জানিয়েছেন, প্রথম দিনই তিন কোটি টাকারও বেশি অনুদান জমা পড়েছে রামমন্দিরের তহবিলে। উল্লেখ্য, উদ্বোধনের আগে থেকেই রামমন্দিরের (Ram Mandir) জন্য প্রচুর অনুদান দিয়েছেন ভক্তরা।
শ্রীরাম জন্মভূমি তীর্থ ক্ষেত্রের তরফে রামমন্দিরে জমা পড়া অনুদান নিয়ে বিস্তারিত পরিসংখ্যান প্রকাশ করা হয়েছে। সেখানে বলা হয়, প্রাণপ্রতিষ্ঠার পরে মঙ্গলবার থেকে ভক্তদের জন্য খুলে দেওয়া হয় রামমন্দিরের দরজা। অনুদান সংগ্রহের জন্য ১০টি কাউন্টার খোলা হয়। মঙ্গলবার সকাল থেকেই সেখানে অনুদান দেওয়ার জন্য ভিড় জমান পুণ্যার্থীরা।
[আরও পড়ুন: বিহারের রাজনীতিতে নতুন ‘নাটক’! লালুদের ছেড়ে বিজেপির হাত ধরবেন নীতীশ?]
প্রথম দিনেই অযোধ্যায় রামলালার দর্শন করেছেন অন্তত ৫ লক্ষ ভক্ত। ওই দিনই অনুদানের পরিমাণ ছাড়িয়ে গিয়েছে ৩ কোটি টাকারও বেশি। সবমিলিয়ে ৩ কোটি ১৭ লক্ষ টাকা অনুদান জমা পড়েছে একদিনেই। নগদ আর অনলাইন- দুই মাধ্যমেই জমা পড়েছে বিশাল পরিমাণ অনুদান। উল্লেখ্য, মন্দির উদ্বোধনের আগেই ট্রাস্টের তরফে জানানো হয়েছিল তহবিলে অনুদানের পরিমাণ ঝড়ের গতিতে বাড়ছে।
মঙ্গলবারের পর বুধবারেও ভক্তদের ঢল নেমেছিল অযোধ্যায়। ওইদিনও প্রায় ৫ লক্ষ মানুষ ভিড় জমিয়েছেন রামলালার দর্শনে। এহেন পরিস্থিতিতে সংগঠনের কর্মীদের কাজে নামতে নির্দেশ দিয়েছেন আরএসএসের (RSS) প্রধান দত্তাত্রেয় হোসাবলে। তিনি বলেন, অযোধ্যায় বসবাসকারী সকল আরএসএস কর্মীরা যেন মন্দির পরিষ্কার ও পুণ্যার্থীদের ভিড় সামলানোর কাজে সাহায্য করেন।