shono
Advertisement

Breaking News

CDS Bipin Rawat: চপার দুর্ঘটনার নেপথ্যে কী? সংসদে বিবৃতি দেবেন রাজনাথ, জেনারেল রাওয়াতের শেষকৃত্য শুক্রবার

দুর্ঘটনার কারণ খুঁজতে বিভাগীয় তদন্তের নির্দেশ ভারতীয় বায়ুসেনার।
Posted: 09:16 AM Dec 09, 2021Updated: 10:38 AM Dec 09, 2021

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বায়ুসেনার সবচেয়ে সুরক্ষিত কপ্টার। সওয়ার ছিলেন খোদ দেশের সেনা সর্বাধিনায়ক। নীলগিরির বুকে যে এলাকায় যে সময় বিপিন রাওয়াতের কপ্টার দুর্ঘটনাটি ঘটেছে, সেসময় সেখানকার আবহাওয়াও যথেষ্টই ভাল ছিল। আজই দুর্ঘটনার ঠিক আগের মুহূর্তে সেনা সর্বাধিনায়ক রাওয়াতের চপারের একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। যা দেখে অন্তত ঘটনাস্থলের দৃশ্যমানতা কম ছিল বলে মনে হচ্ছে না। 

Advertisement

 

তাহলে কীভাবে দুর্ঘটনার কবলে পড়ল সিডিএস রাওয়াতের MI-17 চপার? এটা নিছকই দুর্ঘটনা নাকি নেপথ্যে রয়েছে কোনও অন্তর্ঘাতের তত্ত্ব? অস্ফুটে হলেও গোটা দেশে এমন একাধিক প্রশ্ন উঠছে। যার জবাব মিলতে পারে আজই। সস্ত্রীক-জেনারেল বিপিন রাওয়াতের মৃত্যু তথা কুন্নুর দুর্ঘটনা নিয়ে আজই সংসদে বিবৃতি দেবেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh)।

বস্তুত, গতকাল রাওয়াতের দুর্ঘটনার খবর সামনে আসার পর থেকেই বিভিন্ন মহল থেকে দুর্ঘটনার কারণ নিয়ে বিভিন্নরকম প্রশ্ন ওঠা শুরু করেছে। এ নিয়ে সেনার তরফেও এখনও স্পষ্ট কোনও বিবৃতি দেওয়া হয়নি। বায়ুসেনা শুধু জানিয়েছেন, এই MI-17 সেনার সবচেয়ে সুরক্ষিত চপারগুলির মধ্যে অন্যতম। তাহলে, কীভাবে দুর্ঘটনা ঘটে? সে প্রশ্ন আরও জোরাল হচ্ছে। যদিও বায়ুসেনা (Indian Air Force) জানিয়েছে, গোটা ঘটনার বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যেই কুন্নুরে দুর্ঘটনাস্থলে পৌঁছেছেন বায়ুসেনা প্রধান ভিআর চৌধুরী (VR Chaudhari)। 

[আরও পড়ুন: Bipin Rawat: যান্ত্রিক ত্রুটি না নাশকতা? সেনা সর্বাধিনায়ক বিপিন রাওয়াতের মৃত্যু ঘিরে উঠছে প্রশ্ন]

সরকারও এখনও দুর্ঘটনার কারণ নিয়ে মুখ খোলেনি। কাল রাওয়াতের দুর্ঘটনার পর দফায় দফায় প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর (Amit Shah) সঙ্গেও কথা হয়েছে প্রধানমন্ত্রীর। রাওয়াতের মৃত্যুর খবর নিশ্চিত হতেই প্রতিরক্ষা বিষয়ক ক্যাবিনেট কমিটির জরুরি বৈঠকে বসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সেই বৈঠকে কী আলোচনা হয়েছে, সেটাও এখনও প্রকাশ্যে আসেনি। সব মিলিয়ে গোটা পরিস্থিতিই ধোঁয়াশাময়। সেই ধোঁয়াশা কিছুটা কাটতে পারে আজ সংসদে রাজনাথ সিংয়ের বিবৃতির পর।

[আরও পড়ুন: হরিয়ানায় খুলল প্রথম দলীয় কার্যালয়, বাংলার বাইরে সংগঠন পোক্ত করছে তৃণমূল]

এদিকে, আজই দিল্লিতে নিয়ে যাওয়া হবে জেনারেল বিপিন রাওয়াত (Bipin Rawat) ও তাঁর স্ত্রী মধুলিকা রাওয়াতের (Madhulika Rawat) দেহ। সরকারি সূত্রের খবর, বৃহস্পতিবার সন্ধে নাগাদ সস্ত্রীক-জেনারেল রাওয়াতের দেহ দিল্লি পৌঁছাবে। আগামিকাল অর্থাৎ শুক্রবার দিল্লির ব্রার স্কয়্যার শ্মশানে তাঁদের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করা হবে। তার আগে ১১টা থেকে দুপুর ২টো পর্যন্ত জেনারেল রাওয়াতের দিল্লির বাড়িতে রাখা হবে তাঁর দেহ। সেখানেই তাঁদের শেষশ্রদ্ধা জানানো যাবে। কামরাজ মার্গে জেনারেল রাওয়াতের বাড়ি থেকে সেনার সুসজ্জিত ট্রাকে দেহ নিয়ে যাওয়া হবে ব্রার স্কয়্যার শ্মশানে। শেষযাত্রায় অংশ নিতে পারবেন সাধারণ মানুষও।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement