shono
Advertisement

ট্রাম্পের নাম নিয়ে হুমকি চিঠি, আতঙ্কিত মার্কিন মুসলিমরা

হিটলারের মতোই আমেরিকার মুসলিমদের হাল করবেন ট্রাম্প, হুমকি হাতে লেখা চিঠিতে৷ The post ট্রাম্পের নাম নিয়ে হুমকি চিঠি, আতঙ্কিত মার্কিন মুসলিমরা appeared first on Sangbad Pratidin.
Posted: 07:01 PM Nov 28, 2016Updated: 01:31 PM Nov 28, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতায় আসার পর থেকেই প্রমাদ গুনছিল আমেরিকায় মুসলিম সম্প্রদায়৷ জাতি বিদ্বেষের ঘটনাও গুটি কয়েক ঘটে গিয়েছে৷ এরই মধ্যে চিন্তা বাড়িয়েছে এক উড়ো চিঠি৷ যা মেল মারফত পাঠানো হচ্ছে মার্কিন মুলুকের মসজিদ ও ইসলামিক সেন্টারগুলিতে৷

Advertisement

হাতে লেখা ওই চিঠিতে ট্রাম্পকে শহরের নতুন শেরিফ হিসেবে উল্লেখ করা হয়েছে৷ বলা হয়েছে, হিটলার যেমন ইহুদিদের হাল করেছিল, তেমনই মার্কিন মুলুকের মুসলিমদের অবস্থা করবেন ট্রাম্প৷ সবার প্রথমে চিঠিটি এসে পৌঁছয় উত্তর ক্যারোলিনার সান জোসে’র ইসলামিক সেন্টারে৷ পরে লং বিচ ও পামোনাতেও পৌঁছয় একই চিঠি৷ চিঠিতে মুসলিম সম্প্রদায়ের বিরুদ্ধে অকথ্য ভাষা ব্যবহার করা হয়েছে বলে জানিয়েছেন সান জোসের ইসলামিক সেন্টারের চেয়ারম্যান ফৈয়জল ইয়াজাদি৷ চিঠির নিচে প্রেসিডেন্ট ট্রাম্পের দীর্ঘায়ু ও আমেরিকায় উন্নতিও কামনা করে হয়েছে৷

এই ধরণের হুমকির বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া উচিত এবং জাতি বিদ্বেষের এই ভাবনার বিরুদ্ধে সরকারের প্রকাশ্যে বিবৃতি দেওয়া উচিত বলে মনে করেন কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশনের এগজিকিউটিভ ডিরেক্টর হুসাম আয়লুশ৷ বিষয়টি খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে এফবিআই৷

The post ট্রাম্পের নাম নিয়ে হুমকি চিঠি, আতঙ্কিত মার্কিন মুসলিমরা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement