সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোমবার প্রয়াত হয়েছেন ইটালীয় চলচ্চিত্র অভিনেত্রী জিনা লোলোব্রিজিদা (Gina Lollobrigida)। ৯৫ বছর বয়সে ইহলোক ছাড়লেন তিনি। নিতান্ত কেজো এই তথ্যের বাইরে আসল কথাটি হল, গতকাল প্রয়াত হয়েছেন বিশ্ব সিনেমার ‘স্বপ্নসুন্দরী’! অভিনয়ের পাশাপাশি পর্দায় যাঁর আবির্ভাবটুকুও ছিল অনেকখানি। ১৯৫০ ও ৬০-এর দশকে তাঁর যৌন আবেদন মুগ্ধ ছিল গোটা বিশ্ব। তৎকালীন বিনোদন পত্রিকাগুলি জিনাকে ‘বিশ্বের শ্রেষ্ঠ সুন্দরী’ ঘোষণা করেছিল।
জিনার প্রপৌত্র ফ্রাঞ্চেস্কো লোলোব্রিজিদা, যিনি বর্তমানে ইটালির (Italy) কৃষিমন্ত্রী, তিনিই প্রথম টুইট করে জিনার মৃত্যুসংবাদ জানান। যা শুনে শোকস্তব্ধ হয় হলিউড (Hollywood)। উল্লেখ্য, চলচ্চিত্র জগতে জিনার উত্থান এবং আচমকা ফিল্মি দুনিয়া থেকে প্রস্থান, দুই ছিল চমকপ্রদ। ১৯২৭ সালে পূর্ব রোমে জন্ম জিনার। বাবা ছিলেন সাধারণ কাঠমিস্ত্রি। বয়সসন্ধী থেকেই শারীরিক সৌন্দর্যে সকলকে মুগ্ধ করেন জিনা। পরে সেই মোহিনী রূপই গোটা বিশ্বকে পর্দার কাছে টেনে আনে। বলা বাহুল্য, তাঁর ভক্তদের অধিকাংশ ছিলেন পুরুষ।
[আরও পড়ুন: বৃন্দাবন মন্দিরের করিডর বানানোর প্রতিবাদে সরব পুরোহিতরা, রক্ত দিয়ে চিঠি মোদি-যোগীকে]
১৯৪৬-এ ‘দ্য ব্ল্যাক ইগল’ (The Black Eagle) ছবিতে প্রথমবার পর্দায় মুখ দেখান জিনা। তাঁর প্রথম ইংরেজি ছবি ছিল ১৯৫৩ সালে জন হুস্টনের পরিচালনায় ‘বিট দ্য ডেভিল’ (Beat The Devil)। ১৯৬১ সালে রোম্যান্টিক কমেডি ‘কাম সেপ্টেম্বর’-এ (Come September) রক হাডসনের বিপরীতে তাঁর অভিনয় গোটা বিশ্বেরই মন জয় করেছিল। দক্ষ নৃত্যশিল্পীও ছিলেন জিনা। ভক্তদের একাংশের বক্তব্য, রূপ আর যৌন আবেদনের ঝলকানিতে তাঁর অভিনয় প্রতিভা চাপা পড়ে যায়। ১৯৬১ সালে গোল্ডেন গ্লোব পুরস্কার পান জিনা লোলোব্রিজিদা । ১৯৯৩ সালে ফরাসি সরকারের সর্বোচ্চ সম্মান লিজিয়ঁ দ্য ন্যর (Legion of Honour) লাভ করেন।
[আরও পড়ুন: ভারতে আত্মপ্রকাশ রয়্যাল এনফিল্ডের সবচেয়ে দামি মডেলের, জানুন তাক লাগানো ফিচার]
খ্যাতির শীর্ষে থাকা অবস্থাতেই চলচ্চিত্র ছেড়ে আলোকচিত্রী হিসেবে আত্মপ্রকাশ জিনা লোলোব্রিজিদার। ১৯৭৩ সালে তাঁর প্রথম আলোকচিত্রের বই প্রকাশিত হয়। এছাড়াও অঙ্কন ও ভাষ্কর্যে মন দিয়েছিলেন লাস্যময়ী অভিনেত্রী। একসময় ইউনিসেফের ব্র্যান্ড অ্যাম্বাসেডার হয়ে সেবামূলক কাজ করেন। দীর্ঘায়ু জিনা ১৬ সেপ্টেম্বরে প্রয়াত হলেন।