shono
Advertisement
Jalpaiguri

মুরগিকে খাবার দিতে গিয়ে অঘটন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু মা ও ছেলের

পরিবারের আরও এক সদস্য তড়িদাহত হয়ে ভর্তি হাসপাতালে।
Published By: Sayani SenPosted: 11:46 AM Aug 24, 2024Updated: 11:54 AM Aug 24, 2024

শান্তনু কর, জলপাইগুড়ি: ফার্মের মুরগিকে খাবার দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু মা ও ছেলের। পরিবারের আরও এক সদস্য গুরুতর অসুস্থ। জলপাইগুড়ি মেডিক্যাল কলেজের সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন তিনি।

Advertisement

নিহতেরা হলেন অনীতা কবিরাজ এবং তাঁর ছেলে সুব্রত কবিরাজ। জলপাইগুড়ির ময়নাগুড়ির বাকালির বাসিন্দা তাঁরা। কবিরাজ পরিবারের পোলট্রি ফার্ম রয়েছে। রাত দশটা নাগাদ বাড়ির পোলট্রি ফার্মে খাবার দিতে ঢুকেছিলেন কবিরাজ পরিবারের তিন সদস্য। সেই সময় গোটা ফার্ম শর্টসার্কিট হয়েছিল। তার ফলে একে একে তিনজন বিদ্যুৎস্পৃষ্ট হন।

[আরও পড়ুন: আর জি কর আর্থিক দুর্নীতি মামলায় CBI-কে নথি হস্তান্তর সিটের, সামনে আসবে কোন তথ্য?]

জলপাইগুড়ি মেডিক্যাল কলেজের সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তিনজনকেই। চিকিৎসকরা মা অনীতা কবিরাজ এবং ছেলে সুব্রত কবিরাজকে মৃত বলে জানান। পরিবারের আরও এক সদস্য রামচরণ কবিরাজ বর্তমানে সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি। তাঁর অবস্থাও বেশ আশঙ্কাজনক। চলছে চিকিৎসা। একই পরিবারের দুই সদস্যের মৃত্যুতে শোকস্তব্ধ আত্মীয় পরিজনেরা। থমথমে গোটা এলাকাও।

[আরও পড়ুন: ‘ছেলে নিরীহ, ওকে কেউ ফাঁসিয়ে থাকলে তাকেও ধরা হোক’, দাবি সঞ্জয়ের মায়ের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ফার্মের মুরগিকে খাবার দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু মা ও ছেলের।
  • পরিবারের আরও এক সদস্য গুরুতর অসুস্থ।
  • জলপাইগুড়ি মেডিক্যাল কলেজের সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন তিনি।
Advertisement