বিক্রম রায়, কোচবিহার: মালদহের পর এবার কোচবিহার। ফের অরক্ষিত সীমান্তে কাঁটাতার বসানো নিয়ে গ্রামবাসীদের সঙ্গে ঝামেলা বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবির। মেখলিগঞ্জের এই ঘটনায় শেষে বিএসএফ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি কিছুটা সামাল দেয়। এই জটিলতার জেরে আপাতত কাঁটাতার বসানোর কাজ বন্ধ রাখা হয়েছে। শুক্রবার বিকেলে বিএসএফ-বিজিবির ফ্ল্যাগ মিটিং হওয়ার সম্ভাবনা বলে খবর। ঘটনা ঘিরে উত্তেজনা তিন বিঘা করিডরের দহগ্রামে।
মেখলিগঞ্জের দহগ্রামে গ্রামবাসীদের কাঁটাতার দিতে বাধা বিজিবি-র। নিজস্ব চিত্র।
শুক্রবার দুপুরে কোচবিহার জেলার মেখলিগঞ্জের বাগডোকরা ফুলকাডারি গ্রাম পঞ্চায়েতের দহগ্রাম সীমান্তের অরক্ষিত অংশে কাঁটাতার লাগাচ্ছিলেন গ্রামবাসীরা। গুঞ্জন, বিএসএফই গ্রামবাসীদের দিয়ে এই কাজ করাচ্ছিল। প্রায় দেড় কিলোমিটার দীর্ঘ ফেন্সিংয়ের কাজ হয়ে গিয়েছিল। এরপরই ওপার থেকে বিজিবি তাঁদের কাজে বাধা দেয় বলে অভিযোগ গ্রামবাসীদের। বিজিবি-র তরফে বলা হয়, এখানে কাঁটাতারের বেড়া দেওয়া যাবে না। গ্রামবাসীরা জানান, দু কিলোমিটার কাঁটাতার দিতে হবে, আরও কাজ বাকি। তাতে বাধা দেয় বিজিবি। এনিয়ে গ্রামবাসীদের সঙ্গে বিজিবি-র বচসা শুরু হয়। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠলে ছুটে আসে বিএসএফ। দুদেশের সীমান্তরক্ষী বাহিনী নিজেদের মধ্যে আলোচনা করেন। বিকেলে দুপক্ষের পতাকা বৈঠক হতে পারে।
এর আগে মালদহের বৈষ্ণবনগর এবং সুখদেবপুরে এলাকার অরক্ষিত এলাকায় কাঁটাতার দেওয়া নিয়ে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। তার জেরে বৃহস্পতিবার বনগাঁর পেট্রাপোল-বেনাপোল সীমান্তে ফ্ল্যাগ মিটিং হয় দুদেশের সীমান্তরক্ষী বাহিনীর। তাতে বিজিবি-কে সমঝে দেওয়া হয়, বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতিতে দেশের সীমান্ত সুরক্ষা করা বিএসএফের দায়িত্ব। তাই কাঁটাতারহীন এলাকায় তা বসানো হবে। কিন্তু তারপরও শুক্রবার একই পরিস্থিতি হল কোচবিহারের মেখলিগঞ্জে।