shono
Advertisement

অনলাইনে মিলছে স্তনদুগ্ধ! রমরমিয়ে ব্যবসা চালাচ্ছেন মহিলা

এই ব্যবসায় মহিলা একেবারেই নতুন নন৷ The post অনলাইনে মিলছে স্তনদুগ্ধ! রমরমিয়ে ব্যবসা চালাচ্ছেন মহিলা appeared first on Sangbad Pratidin.
Posted: 10:09 AM Mar 07, 2017Updated: 04:39 AM Mar 07, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অনলাইন শপিং বর্তমানে নয়া ট্রেন্ডে পরিণত হয়েছে৷ শহর থেকে শহরতলী, সর্বত্রই অনলাইন শপিংয়ের রমরমা৷ স্মার্টফোনের এক ক্লিকেই বাড়ি বসে প্রয়োজনীয় সব জিনিস হাতে পাওয়ার সুবিধা উপভোগ করতে কে না চান! এখন অনলাইনে মেলে না এমন পণ্য নেই বললেই চলে৷ শাক-সব্জি থেকে বাড়ি পরিষ্কারের সরঞ্জাম, এক ক্লিকেই বাড়ির দোরগোড়ায় হাজির হয়ে যায় সবকিছু৷ তবে গোল্ড কোস্টের এক মহিলা যে পণ্য অনলাইনের মাধ্যমে বাড়ি বাড়ি পৌঁছে দিতে চাইছেন, তা নিঃসন্দেহে বিরল৷ অনলাইনে স্তনদুগ্ধ বিক্রি করছেন তিনি! অবাক হলেও এটাই সত্যি৷

Advertisement

(৬ দেশের প্রবেশ নিষেধ, নয়া বিদেশনীতিতে সই ট্রাম্পের)

একটি ইংরাজি সংবাদমাধ্যমের খবর থেকে জানা গিয়েছে, সন্তানের জন্ম দেওয়ার পর ওই মহিলার স্তনদুগ্ধের পরিমাণ তুলনামূলক বেশি৷ তাই সুস্থ থাকার জন্য তিনি অতিরিক্ত স্তনদুগ্ধ বের করে দিলে তাঁর কোনও সমস্যা হবে না৷ আর সেই কারণেই স্তনদুগ্ধ নষ্ট না করে তা থেকে অর্থ উপার্জনের এমন পথ বেছে নিয়েছেন ওই মহিলা৷ অনলাইনে তিনি একটি বিজ্ঞাপনও দিয়েছেন৷ যেখানে বেশ সোজা-সাপটা ভাষায় লেখা রয়েছে, “আমি একজন সুন্দরী স্বাস্থ্যবতী মহিলা৷ তবে স্তনদুগ্ধ ছাড়া আমি অন্য কিছু অফার করি না৷ আর অবশ্যই এই দুধ সরাসরি উৎস থেকে পাওয়া যাবে না৷” -এমন বিজ্ঞাপনের পর স্বাভাবিকভাবেই অনলাইনে তাঁর স্তনদুগ্ধ কেনার হিড়িক পড়ে গিয়েছে৷

(প্রবাসে লটারি জিতে কোটিপতি ভারতীয় যুবক)

সন্তানের জন্ম দিলেও যে সব মায়েদের স্তনদুগ্ধের অভাব রয়েছে, তাঁরা তো বটেই, বডিবিল্ডাররাও অনলাইনে এর অর্ডার দিচ্ছেন৷ রমরমিয়ে চলছে ব্যবসা৷ তবে এই ব্যবসায় মহিলা একেবারেই নতুন নন৷ এর আগে মিল্ক ব্যাঙ্কে স্তনদুগ্ধ দিয়েও অর্থ উপার্জন করেছেন তিনি৷ এবার বাড়ি বসে অনলাইনেই অর্ডার নিচ্ছেন৷

The post অনলাইনে মিলছে স্তনদুগ্ধ! রমরমিয়ে ব্যবসা চালাচ্ছেন মহিলা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup রাজধানী এক্সপ্রেস toolbarvideo ISL10 toolbarshorts রোববার