shono
Advertisement

‘ছেলে-মেয়েদের একসঙ্গে পড়াশোনায় আপত্তি’, ফের বিতর্কে কট্টরপন্থী মৌলবি

সাফাই দিতে গিয়ে আবারও বিতর্কে জড়ালেন আহমেদ শফি৷ The post ‘ছেলে-মেয়েদের একসঙ্গে পড়াশোনায় আপত্তি’, ফের বিতর্কে কট্টরপন্থী মৌলবি appeared first on Sangbad Pratidin.
Posted: 03:32 PM Jan 13, 2019Updated: 03:32 PM Jan 13, 2019

সুকুমার সরকার, ঢাকা: বিতর্ক ঢাকতে গিয়ে আরও বিপদে পড়লেন বাংলাদেশের আল-হাইয়াতুল উলয়া লিল জামিয়াতিল সংগঠনের চেয়ারম্যান আমির শাহ আহমেদ শফি। নিজের বিতর্কিত বক্তব্যের সপক্ষে যুক্তি দিতে গিয়ে ফের একবার বিতর্কে জড়ালেন এই মৌলবি৷ জানালেন, তিনি মেয়েদের শিক্ষার বিরোধিতা করেননি৷ তাঁর মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে৷ তিনি আপত্তি জানিয়েছেন ছেলে ও মেয়ের একসঙ্গে পড়াশোনা করার৷ পাশাপাশি দাবি করলেন, ‘পর্দা’ প্রথা রক্ষার৷

Advertisement

[হেলমেট না পরে নেটিজেনদের রোষে, এবার হেঁটেই অফিসে গেলেন হাসিনার মন্ত্রী]

সাফাই দিতে গিয়ে শফি বলেন, “আমরা চাই এদেশের মেয়েরা শিক্ষিত হোক৷ কারণ, মা শিক্ষিত হলে, তবেই সন্তান সঠিক শিক্ষা পাবে। তবে মেয়েদের শিক্ষার জন্য বর্তমানে সঠিক ব্যবস্থা নেই৷’’ এরপরই বিতর্কিত এই মৌলবি দাবি করেন, বাংলাদেশে ‘পর্দা’ প্রথা রক্ষার। এর আগে নারীশিক্ষা নিয়ে ফতোয়া জারি করার অভিযোগ উঠেছে আহমেদ শফির বিরুদ্ধে৷ তিনি জানান, মেয়েদের পঞ্চম শ্রেণি পর্যন্তই পড়াশোনা করানো উচিত। কারণ, এই পর্যন্ত পড়াশোনা করলে বিয়ের পর তাঁরা স্বামীর টাকা-পয়সার হিসাবে রাখতে পারবেন। এর বেশি পড়াশোনা করলে কিছুদিন পরে মেয়েরা হাতের বাইরে চলে যাবে৷

[ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবি, টঙ্গিতে পোশাক কারখানায় আগুন শ্রমিকদের]

এই মন্তব্যের পর আমির শাহ আহমদ শফির এমন ফতোয়ার তীব্র নিন্দা করেছে বাংলাদেশের শিক্ষামন্ত্রক। শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরি নওফেল জানিয়েছেন, ‘এটা সম্পূর্ণই তাঁর ব্যক্তিগত মন্তব্য। রাষ্ট্রের নীতির সঙ্গে যা অসামঞ্জস্যপূর্ণ ও বৈষম্যমূলক। এই মতামত গ্রহণের সুযোগ নেই।’ নওফেল আরও বলেন, ‘শফি বাংলাদেশের শিক্ষানীতি প্রণয়ন বা শিক্ষা ব্যবস্থাপনা পরিচালনা বা শিক্ষাখাতের কোনও নির্বাহী দায়িত্বে নেই। যে কোনও নাগরিকের বাক স্বাধীনতা আছে, তাই নাগরিক হিসেবে তিনিও মনের ভাব প্রকাশ করেছেন।’ অভিযোগ, চট্টগ্রামের মাদ্রাসা থেকে নারীশিক্ষা নিয়ে ফতোয়া জারির পাশাপাশি শফি পুরুষদের সুন্নত অনুযায়ী দাড়ি রাখা, নমাজ পড়া নিয়েও উপস্থিত সবাইকে অঙ্গীকারবদ্ধ করান।

The post ‘ছেলে-মেয়েদের একসঙ্গে পড়াশোনায় আপত্তি’, ফের বিতর্কে কট্টরপন্থী মৌলবি appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement