সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মুসলিম সমাজে তিন তালাক, নিকাহ হালালের মতো প্রথার অবলুপ্তি ঘটাতে যখন বদ্ধপরিকর মোদি সরকার, তখন খোদ কেন্দ্রীয় মন্ত্রীর বোনকেই ধর্মচ্যুত করার হুমকি দিলেন এক মৌলবি। মুসলিমদের কু-প্রথার বিরুদ্ধে মুখ খুলে মৌলবির রোষের মুখে পড়লেন মুখতার আব্বাস নাকভির বোন ফারহাত।
[কন্যাসন্তান জন্ম দেওয়ায় গৃহবধূকে তিন তালাক, পুলিশের দ্বারস্থ নির্যাতিতা]
সাড়ম্বরে বিয়ে। পান থেকে চুন খসলেই বিবাহবিচ্ছেদ। আইনি পথে নয়, মৌখিকভাবে। মুসলিম সমাজের এই প্রথাই তিন তালাক নামে পরিচিত। রীতি অনুযায়ী, মুসলিম পুরুষেরা যদি মুখে ‘তালাক’ শব্দটি তিনবার উচ্চারণ করেন, তাহলেই স্ত্রীর সঙ্গে তাঁর বিচ্ছেদ হয়ে যায়। এখানেই শেষ নয়। তালাকের পর আবার চাইলেই ফের একসঙ্গে থাকতে পারেন না প্রাক্তন স্বামী-স্ত্রী। মুসলিম সমাজের রীতি মেনে স্ত্রীকে অন্য কোনও পুরুষের সঙ্গে নিকাহ করতে হয়। দ্বিতীয় স্বামী যদি তালাক দেন কিংবা মারা যান, তাহলেই প্রথম স্বামীর কাছে ফিরতে পারেন মুসলিম মহিলারা। এই প্রথার নাম নিকাহ হালালা।
তিন তালাকের অবলুপ্তি চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল মুসলিম মহিলাদের একাংশ। মামলাকারীদের পাশে দাঁড়িয়েছিল কেন্দ্রের মোদি সরকারও। তিন তালাককে অসাংবিধানিক বলে ঘোষণা করেছে শীর্ষ আদালত। নিকাহ হালালাকে ‘অসাংবিধানিক’ তকমা দিতে চলেছে কেন্দ্রীয় সরকার। সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা হয়েছে। মোদি সরকার এবারেও মামলাকারীদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বলে খবর। এই যখন পরিস্থিতি, তখন ওই দুই প্রথার বিরুদ্ধে মুখ খোলায় কেন্দ্রীয় মন্ত্রী মুখতার আব্বাস নাকভির বোনকেই ধর্মচ্যুত করার হুমকি দিলেন উত্তরপ্রদেশের এই মৌলবি।
[স্ত্রীর সঙ্গে পরকীয়া আইপিএস অফিসারের, অভিসারের ভিডিও নিয়ে পুলিশের দ্বারস্থ যুবক]
মোদি সরকারের সংখ্যালঘু উন্নয়নমন্ত্রী মুখতার আব্বাস নাকভি। উত্তরপ্রদেশে একটি স্বেচ্ছাসেবী সংগঠন চালান তাঁর বোন ফারহাত নাকভি। মুসলিম মহিলাদের ন্যায় বিচার পেতে সাহায্য করে সংস্থাটি। এইরকম সংস্থা যিনি চালান, তিনি তিন তালাক, নিকাহ হালালার বিরুদ্ধে মুখ খুলবেন, সেটাই স্বাভাবিক। ফারহাতকে ধর্মচ্যুত করার হুমকি দিয়েছেন দিয়েছেন এক মৌলবি। হুমকিতে অবশ্য বিচলিত নন ফারহাত নাকভি। তাঁর সাফ কথা, ইসলামের উপর কারও কপিরাইট নেই। অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’বোর্ডের কথা শুনতে বাধ্য নন। এদেশের মুসলিমদের ধর্মীয় প্রথা বা রীতির ক্ষেত্রে কোনও আইনি নজরদারি নেই। স্বাধীনতার পর থেকে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’বোর্ডের কথাই মে্নে আসছেন ইসলাম ধর্মালম্বীরা। তিন তালাক ও নিকাহ হালাল প্রথার অবলপ্তি হোক, এটা চান না বোর্ডের সদস্যরা।
[বিশ্বকাপ জিতেছে পুদুচেরি! লেফটেন্যান্ট গর্ভনর কিরণ বেদির টুইটে বিতর্ক তুঙ্গে
The post তিন তালাকের বিরোধিতা, নাকভির বোনকেই ধর্মচ্যুত করার হুমকি মৌলবির appeared first on Sangbad Pratidin.