shono
Advertisement

তৈরি থাকুন, ২০১৭-তেই দেশ জুড়ে চালু হচ্ছে 5G ইন্টারনেট

বছরের সেরা প্রাপ্তি হবে 5G স্পিড, জানালেন 'ট্রাই' চেয়ারম্যান৷ The post তৈরি থাকুন, ২০১৭-তেই দেশ জুড়ে চালু হচ্ছে 5G ইন্টারনেট appeared first on Sangbad Pratidin.
Posted: 04:23 PM Dec 29, 2016Updated: 10:53 AM Dec 29, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০১৭-য় এ দেশের টেলিকম ইন্ডাস্ট্রিতে আমূল পরিবর্তন আসবে! 4G-র পর আগামী বছর থেকেই দেশজুড়ে শুরু হয়ে যাবে 5G পরিষেবা৷ পোশাকি ভাষায় যাকে বলে ইন্টারনেট অফ থিংগস বা এলওটি৷

Advertisement

(২০১৭-য় পাঁচটি অ্যান্ড্রয়েড স্মার্টফোন আনছে Nokia)

নেক্সট জেনারেশন ওয়্যারলেস নেটওয়ার্কসের মাধ্যমে ইন্টারনেট পরিষেবা আরও গতিসমৃদ্ধ হবে৷ একসঙ্গে দেশের কয়েক বিলিয়ন হ্যান্ডসেটে এই পরিষেবা চালু হবে৷ বর্তমানে 5G নেটওয়ার্কের গতির মাপকাঠি ও আইনকানুন তৈরির কাজ চলছে বলে জানিয়েছেন টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়ার (ট্রাই) চেয়ারম্যান আর এস শর্মা৷ একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন, এলওটি বা ফাইভ-জি পরিষেবা নিয়ে কেন্দ্র যথেষ্ট সিরিয়াস ভাবনাচিন্তা শুরু করেছে৷ নতুন বছরের জানুয়ারি মাসের মাঝামাঝি সময়ে টেলিকম শিল্পের রূপরেখার বার্ষিক পরিকল্পনা নিয়ে বৈঠকে বসবেন ট্রাইয়ের কর্তারা৷ ৭০০ মেগাহার্ৎজের এয়ারওয়েভ নিলামের জন্য নতুন করে দরপত্র হাঁকবে কেন্দ্র৷ ইতিমধ্যেই গুগল, স্যামসাং ইলেকট্রনিক্স, এরিকসন এবি, অরেঞ্জ এসএ, ভেরিজন কমিউনিকেশনের মতো সংস্থা নির্বাচিত দেশে ফাইভ-জি পরিষেবার পরীক্ষামূলক পরিষেবা শুরু করে দিয়েছে৷

(ইজরায়েলের মহিলা সেনার শরীরী নেশায় বুঁদ দুনিয়া)

শর্মা বলেছেন, “ব্যবসায়ীদের কাছ থেকে জানতে চাওয়া হবে, ফাইভ-জি পরিষেবা চালু করতে তাঁদের কী কী পরিকাঠামো দরকার৷ তারপরই টেলিকম প্রযুক্তির নয়া রূপরেখা স্থির করা হবে৷” বর্তমানে দেশে ইন্টারনেটের স্পিড নিয়ে ক্ষোভ চেপে রাখেননি তিনি৷ বলেছেন, “ভারত কেন পিছিয়ে থাকবে? কেন ভারতেই সবার আগে ফাইভ-জি পরিষেবা শুরু হবে না৷ টু-জি, থ্রি-জি এমনকী ফোর-জি পরিষেবা শুরু করতেও সরকার অনেক টালবাহানা করেছে৷” তাঁর এই মন্তব্যে নতুন করে বিতর্ক জন্ম নিতে পারে বলে অনেকে মনে করছেন৷ এর আগে নেট নিউট্রালিটি ও কল ড্রপ নিয়ে মন্তব্য করে বিতর্কে জড়িয়েছিলেন শর্মা৷

টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়ার চেয়ারম্যান আর এস শর্মা

The post তৈরি থাকুন, ২০১৭-তেই দেশ জুড়ে চালু হচ্ছে 5G ইন্টারনেট appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement