shono
Advertisement

‘সৃজিতের ছবিতে সিরাজ হচ্ছি না…’! সাফ জানালেন দেব, বিতর্কে ‘ফোড়ন’ বিরসারও

সৃজিতকে খোঁচা দিতেই দেব-বিরসার এমন টুইট?
Posted: 05:08 PM Jun 07, 2023Updated: 05:08 PM Jun 07, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একেই বাংলা সিনেমার ব্যবসায় ভাঁড়ে মা ভবানী! উপরন্তু ইন্ডাস্ট্রির অন্দরে বাক-বিতণ্ডা, চিমটি কাটার অন্ত নেই। এবার সৃজিতের নতুন ছবি নিয়ে জলঘোলা তুঙ্গে। শোনা যাচ্ছে, দেবকে নিয়ে জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক ‘সিরাজউদ্দোলা’ তৈরি করার পরিকল্পনা করছেন। কথাবার্তাও নাকি এগিয়েছে প্রাথমিক স্তরে। সেই খবরে অনুরাগীমহলে বিস্তর হইচই। এবার সেই প্রসঙ্গেই মুখ খুললেন দেব।

Advertisement

সম্প্রতি এক সাক্ষাৎকারে সৃজিত মুখোপাধ্যায় তাঁর পিরিয়ডিক ছবির কথা ফাঁস করেন। জানান, ‘সিরাজউদ্দোলা’র ভূমিকায় অভিনয়ের জন্য দেবের সঙ্গে কথাও হয়েছে। তবে এবার দেব যা বললেন, তা নিয়ে তোলপাড় নেটপাড়া। সৃজিতের ভাইরাল ওই মন্তব্যের প্রেক্ষিতে সাংসদ-অভিনেতা সাফ জানান, “আমি সিরাজ করছি না। বাকিটা জানি না।”

[আরও পড়ুন: তিরুপতিতে কৃতী স্যাননের গালে চুমু পরিচালকের! ‘নোংরামি’ খোঁচা বিজেপি নেতার]

দেবের সেই টুইটে অনুরাগীদের যে আশাভঙ্গ হয়েছে, তা বলাই বাহুল্য। উল্লেখ্য, এর আগেও অবশ্য সৃজিত ‘ব্যোমকেশ’ করার কথা ঘোষণা করতেই কানাঘুষো শোনা গিয়েছিল যে, দেবকে দেখা যাবে তাঁর ছবিতে। সেটাও বিশ বাঁও জলে! সৃজিতের ‘ব্যোমকেশ’ হয়েছেন অনির্বাণ ভট্টাচার্য। ওদিকে বিরসা দাশগুপ্তর হাত ধরে ব্যোমকেশ হিসেবে আত্মপ্রকাশ করবেন দেব। সেই সিনেমার শুটিং চলছে পুরোদমে। এসবের মাঝেই শোনা গেল,সৃজিতের ছবিতে নাকি ‘সিরাজউদ্দোলা’র চরিত্রে দেখা যাবে সাংসদ-অভিনেতাকে। দেব সেই জল্পনা উড়িয়ে দেওয়ার পরই আসরে নামেন বিরসা দাশগুপ্ত।

কোনওরকম ভনিতা না করেই, দেবকে উদ্দেশ্য করে বিরসার টুইট, “ব্যোমকেশ বক্সি হয়ে কেমন অনুভূতি? আর কবে সিরাজের ভূমিকায় দেখা যাবে তোমাকে?” পরিচালকের এমন রসিক প্রশ্নে জবাব দিতে ভোলেননি অভিনেতা। দেবের মন্তব্য, “ব্যোমকেশের চরিত্রে অভিনয় করা আমার জন্যে অন্যতম কঠিন চ্যালেঞ্জ। তবে সিরাজের ব্যাপারে কোন ধারণা নেই।”

[আরও পড়ুন: ‘বিয়ে মানে অগোছালো ছেলেকে মানুষ করা’! বলেই চরম নিন্দার মুখে ‘কবীর সিং’ শাহিদ]

সেই পোস্টের কমেন্ট সেকশনে বিরসা দাশগুপ্ত হাততালি আর হাসিমুখো কান্নার ইমোজি জুড়ে দেন। নেটিজেনদের একাংশের ধারণা সৃজিতকে খোঁচা দিতেই দেব-বিরসার এমন টুইট!

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement