সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৬৯তম জাতীয় পুরস্কারের মঞ্চে বাঙালিদের জয়জয়কার বললেও অত্যুক্তি হয় না! সুজিত সরকার, শ্রেয়া ঘোষাল, অভীক মুখোপাধ্যায়, অনীশ বসু, ইশান ঘোষ থেকে পরিচালকদ্বয় রাজদীপ পাল, শর্মিষ্ঠা মাইতি, অভ্র বন্দ্যোপাধ্যায়, সোমনাথ মণ্ডল, অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের মতো একঝাঁক বাঙালি নাম। আর সেই তালিকাতেই জ্বলজ্বল করছে আরেক বাঙালি পরিচালকের নামও। তিনি রুক্মিণী মৈত্রর ‘বিনোদিনী’ পরিচালক রামকমল মুখোপাধ্যায়।
এবার পরিচালক-বন্ধুর হয়ে গলা ফাটালেন টলিউড সুপারস্টার দেব। ইতিমধ্যেই দেবের প্রযোজনা সংস্থার সঙ্গে রামকমলের নাম জুড়েছে। দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্সের ব্যানারে নটি বিনোদিনীর জীবনকাহিনী অবলম্বনে ছবি তৈরি করেছেন। শুধু তাই নয়, রামকমলের ডিটেইল রিসার্চ ওয়ার্ক দেখে টলিউডের সুপারস্টার প্রযোজক এতটাই খুশি হয়েছেন যে, তাঁর পরবর্তী ছবির প্রযোজনার দায়ভারও নিয়ে ফেলেছেন। রুক্মিণী মৈত্রকে ‘বিনোদিনী’-রূপ দেওয়ার পর এবার অভিনেত্রীকে ‘দ্রৌপদী’ অবতারে পর্দায় তুলে ধরবেন রামকমল। সেটাও দেবের প্রযোজনাতেই। আর সেই প্রেক্ষিতেই পরিচালক বন্ধুর জাতীয় পুরস্কার পাওয়া নিয়ে কলকাতায় বসে বাঁধভাঙা উচ্ছ্বাসে ভাসলেন দেব।
[আরও পড়ুন: জাতীয় পুরস্কারেই ‘আদিপুরুষ’-এর ‘শাপমোচন’, সিদ্ধি বিনায়কে পুজো কৃতী স্যাননের]
‘এক দুয়া’ ছবিটি ৬৯তম জাতীয় পুরস্কারের মঞ্চে ‘স্পেশ্যাল মেনশন’ পেয়েছে। সেই ছবি দিয়েই পরিচালক হিসেবে কেরিয়ার শুরু করেছিলেন রামকমল। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দেবের শুভেচ্ছাবার্তা- “বাঙালি হিসেবে গর্ববোধ করছি। আমার ‘বিনোদিনী’ পরিচালক-বন্ধু রামকমল মুখোপাধ্যায় প্রথমবার জাতীয় পুরস্কার পেল ওঁর প্রথম হিন্দি ছবি এক দুয়ার জন্য। ওর জন্য উচ্ছ্বসিত। আর এটা উদযাপনের সময়। আমরা সকলে তোমার জন্য খুব খুশি রামকমল। সাংবাদিক থেকে পরিচালক হওয়ার তোমার এই জার্নি সত্যিই অনুপ্রেরণা জোগায়। আরও অনেক পথ যাওয়া বাকি।”