সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লখিমপুর খেরিতে (Lakhimpur Kheri) গাড়িচাপা দিয়ে প্রতিবাদী কৃষকদের মেরে ফেলার ঘটনায় নাম জড়িয়েছে কেন্দ্রীয় মন্ত্রী অজয় সিং টেনির ছেলে আশিসের (Ashish Mishra)। এলাহাবাদ হাইকোর্টে জামিন পেলেও আশিসকে অস্বস্তিতে ফেলে সম্প্রতি জামিনের আদেশ স্থগিত রেখেছে সুপ্রিম কোর্ট। অজয়কে কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে বাদ দেওয়ার দাবি উঠেছে আগেই। এবার বিজেপি শাসিত মধ্যপ্রদেশে (Madhya Pradesh) গেরুয়া শিবিরের (BJP) বিধায়কের ছেলেদের বিরুদ্ধে বন বিভাগের কর্মকর্তাদের নিগ্রহের অভিযোগে শোরগোল।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে প্রকাশ, রাজ্যের বিজয়পুরের বিজেপি বিধায়ক সীতারাম আদিবাসীর ছেলেরা শেওপুরের বুধেরা ফরেস্ট রেঞ্জের পিপার্নি ফরেস্ট পোস্টে নিযুক্ত বনকর্মীদের মারধর করছেন।
[আরও পড়ুন: উত্তরাখণ্ডের পর উত্তরপ্রদেশেও চালু হতে পারে অভিন্ন দেওয়ানি বিধি! ইঙ্গিত যোগীর ডেপুটির]
বনকর্মীদের দাবি, বিধায়ক পুত্রদের জঙ্গলে বেআইনি মাইনিং, খনিজ সামগ্রী, বালি-পাথর তুলে পাচার, অবৈধ ভাবে গাছগাছালি কাটার বিরোধিতা করেছেন তাঁরা। সেজন্যই মারধর। ঋষভ শর্মা ও রামরাজ নামে নিগৃহীত বনকর্মীরা মিডিয়াকে জানিয়েছেন, বিজেপি বিধায়কের ছেলে ধনরাজ আদিবাসী সম্প্রতি বন দপ্তরে এসে বনকর্মীদের তাঁদের অবৈধ কাজকারবারে বাধা দেওয়ায় ধমকধামক, শাসানি দেন।
এখানেই শেষ নয়, ঋষভকে চড়-থাপ্পড় মারেন তিনি, সঙ্গীসাথীদের সেখানে ডাকিয়ে এনে রামরাজকেও মারধর করেন, হুমকি দেন, তাঁদের কাজে বাধা দেওয়া হলে এরপর জানে মেরে দেওয়া হবে। অপমানিত, নিগৃহীত বনকর্মীরা ঊর্ধ্বতন অফিসারকে সব জানান। অনেক কাঠখড় পুড়িয়ে বিধায়কের দুই ছেলের নামে এফআইআর দায়ের করা হয়েছে বলে খবর।
[আরও পড়ুন: প্রয়াগরাজে খুন একই পরিবারের ৫ সদস্য, তৃণমূলের কাঠগড়ায় যোগী]
ভাইরাল হওয়া ভিডিওর সূত্রে নানা মহল থেকে বিধায়ক পুত্রদের বিরুদ্ধে ওঠা অভিযোগে তীব্র ক্ষোভ প্রকাশ করা হয়েছে। কেন্দ্র-রাজ্যে ক্ষমতায় থাকায় বিজেপি নেতা-মন্ত্রীদের পরিবারের লোকজন কি ধরাকে সরা জ্ঞান করে ঔদ্ধত্যের পরিচয় দিচ্ছেন, প্রশ্ন উঠছে। তৃণমূল কংগ্রেসের তরফে এ ঘটনায় মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের দৃষ্টি আকর্ষণ করে বলা হয়েছে, এমন ‘হতবাক’ করা ঘটনার পর আপনি কেন নীরব, এটা কি মেনে নেওয়া যায়! তীব্র নিন্দা করে ট্যুইট করেছেন তৃণমূল সাংসদ ডঃ কাকলি ঘোষ দস্তিদার, দলের মুখপাত্র সাকেত রাজনও।