shono
Advertisement

‘সাংসদ তহবিলের পুরো অর্থই খরচ করব করোনা মোকাবিলায়’, ঘোষণা দেবের

পরিযায়ী শ্রমিকদের জন্য দুশ্চিন্তা প্রকাশ করেন তিনি। The post ‘সাংসদ তহবিলের পুরো অর্থই খরচ করব করোনা মোকাবিলায়’, ঘোষণা দেবের appeared first on Sangbad Pratidin.
Posted: 08:12 PM May 16, 2020Updated: 08:13 PM May 16, 2020

সম্যক খান, মেদিনীপুর: করোনা মোকাবিলায় সাংসদ তহবিলের সমস্ত অর্থ খরচ করবেন বলেই জানালেন ঘাটালের সাংসদ তথা অভিনেতা দেব। তিনি জানিয়েছেন, এই মুহুর্তে তাঁর তহবিলে এক কোটি টাকা রয়েছে। এছাড়া যা অর্থ তিনি পাবেন তার সবটাই স্বাস্থ্যখাতে খরচ করবেন। শুধু নিজে নন, সকল সাংসদকেই এব্যাপারে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। পাশাপাশি, পরিযায়ী শ্রমিকদের নিয়েও চিন্তা প্রকাশ করেন। তারকা সাংসদের কথায়, এভাবে চলতে থাকলে যত মানুষ করোনায় বলি হবেন তার চেয়ে বেশি শ্রমিক বন্ধুরা বাড়ি পৌঁছানোর আগেই প্রাণ হারাবেন। এ প্রসঙ্গে কেন্দ্রের প্যাকেজের সমালোচনাও করেছেন তিনি।

Advertisement

শনিবার জেলা পরিষদের কর্তাব্যক্তিদের সঙ্গে পঞ্চায়েত সমিতির সভাপতি ও স্থানীয় বিধায়কদের নিয়ে একটি ভিডিও কনফারেন্সে যোগ দিতে মেদিনীপুর এসেছিলেন সাংসদ দেব তথা দীপক অধিকারী। পরে এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, “মাত্র চার ঘন্টার নোটিসে লকডাউন হলে কোনও শ্রমিক বাড়ি ফিরতে পারবেন না এটাই বাস্তব। কিন্তু এনিয়ে রাজনীতি চাই না। এই এলাকাতেই বহু পরিযায়ী শ্রমিক ফিরে এসেছেন। ফিরে আসা শ্রমিকদের বাড়ির লোকজনকে কীভাবে কোয়ারেন্টাইনে রাখা যায় সেনিয়েই এখন সকলকে ভাবতে হবে।” তাঁর পরিবারের লোকজনকে নিয়েই সম্প্রতি যে রাজনীতি হয়েছে সেই বিষয়েও ক্ষোভও ব্যক্ত করেছেন তিনি। দেবের কথায়, গোটা ঘাটাল সংসদ এলাকাটাই তাঁর পরিবার। প্রতিটি পরিবারেই তাঁরা খোঁজখবর নিয়ে দলীয় কর্মীরা ত্রাণসামগ্রী পৌঁছে দিয়েছেন। কোথাও কোথাও হয়তো ফাঁকফোকর থেকে গিয়েছে। কিন্তু কাউকে ত্রাণ দিয়ে যেভাবে তার পুরো পরিবারের নাম ঠিকানা জানতে চাওয়া হয়েছে তা চুড়ান্ত দৃষ্টিকটু, বলেন সাংসদ।

[আরও পড়ুন: তাসের আসরে খুন ২ যুবক, পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে বাধার মুখে সাংসদ অর্জুন সিং]

অন্যদিকে, কলকাতার বেসরকারি হাসপাতালের নার্সদের একাংশের রাজ্য ছেড়ে চলে যাওয়ার পিছনেও রাজনীতির গন্ধ পাচ্ছেন সাংসদ দেব। তবে তিনি হাতজোড় করে অনুরোধ করেছেন কেউ যেন এই বিপদের সময় দায়িত্ব থেকে সরে না যান। যদিও বৈঠকে উপস্থিত রাজ্যসভা সাংসদ মানস ভুঁইঞা বলেছেন, ওরা হয়তো ভয় পেয়ে চলে যেতে চাইছে। এতে কোনও সমস্যা হবে না।

[আরও পড়ুন: হেড এক্সামিনারের নির্দেশে লকডাউনেই চলছে মাধ্যমিকের খাতা জমা! ক্ষুব্ধ দূরের শিক্ষকরা]

The post ‘সাংসদ তহবিলের পুরো অর্থই খরচ করব করোনা মোকাবিলায়’, ঘোষণা দেবের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement