shono
Advertisement

Breaking News

‘উগ্রপন্থীদের রাজভবনে জায়গা দিচ্ছেন রাজ্যপাল’, বেনজির আক্রমণ সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের

পালটা দিলেন অর্জুন সিং।
Posted: 04:59 PM Oct 19, 2020Updated: 05:07 PM Oct 19, 2020

মনিরুল ইসলাম, উলুবেড়িয়া: এবার রাজ্যপালকে বেনজিরভাবে আক্রমণ করলেন শ্রীরামপুরের সাংসদ। জগদীপ ধনকড় দুষ্কৃতীদের আশ্রয় দিচ্ছেন বলে অভিযোগ করলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee)। পালটা দিলেন অর্জুন সিং (Arjun Singh)। দুই সাংসদের মন্তব্যে দানা বেঁধেছে বিতর্ক।

Advertisement

রবিবার হাওড়ার ডোমজুড়ের বেগড়িতে তৃণমূলের তরফে একটি সভার আয়োজন করা হয়েছিল। সেখানেই ছিলেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সেই সভা থেকেই রাজ্যপাল জগদীপ ধনকড়কে একহাত নেন সাংসদ। বলেন, “বাংলার রাজ্যপাল ভারতের লজ্জা। উনি উগ্রপন্থীদের জায়গা দিচ্ছেন। রাজভবনে বিজেপির খুনি, আসামীরা থাকেন।” কল্যাণ বন্দ্যোপাধ্যেয়র এহেন মন্তব্যের পালটা দিয়েছেন বিজেপি সাংসদ অর্জুন সিং। তৃণমূল সাংসদ ‘অসুস্থ’ বলে কটাক্ষ করেছেন তিনি। প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রীর ভূমিকা নিয়েও। তাঁর কথায়, “কল্যাণবাবু অসুস্থ। তাই তার কথায় গুরুত্ব দিই না। মুখ্যমন্ত্রীও তো নবান্নে বসে দলের কাজ করছেন, সেটা কী?”

[আরও পড়ুন: ৭ মাস ধরে বন্ধ, পুজোর আগে স্টেশনে দোকান খোলার দাবিতে হকার বিক্ষোভ বারাসতে]

প্রসঙ্গত, রাজ্য-রাজ্যপালের সম্পর্ক কোনওদিনই মধুর নয়। বিভিন্ন ইস্যুতে বারবার শাসকদলকে আক্রমণ করেছেন জগদীপ ধনকড়। সরাসরি আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। প্রশ্ন তুলেছেন রাজ্যের প্রশাসনিক প্রধানের ভূমিকা নিয়ে। পালটা রাজ্যপালকে আক্রমণ করেছে রাজ্য। সংবিধান অনুযায়ী তাঁর কাজের পরিধি মনে করিয়ে দেওয়ার ঘটনাও ঘটেছে। সম্প্রতি বলবিন্দর সিং প্রসঙ্গেও রাজ্যকে কাঠগড়ায় তুলেছেন ধনকড়। এহেন একাধিক কারণে রাজ্য-রাজ্যপাল সম্পর্ক সুমধুর না হওয়ার জেরেই এদিন তৃণমূল সাংসদের কটাক্ষের শিকার হলেন রাজ্যপাল।

[আরও পড়ুন: রাজ্যে বাড়ছে করোনা, অ্যাম্বুল্যান্স ও হাসপাতালের বেডের পর্যাপ্ত ব্যবস্থার নির্দেশ মমতার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার