ব্রতদীপ ভট্টাচার্য, বারাসত: ‘মুখ্যমন্ত্রী ঝাড়খণ্ড গিয়েছিলেন গুন্ডা ভাড়া করতে’, উত্তর ২৪ পরগনার নীলগঞ্জের সভা থেকে এমনই মন্তব্য করলেন সাংসদ লকেট চট্টোপাধ্যায়। সভা থেকে মুখ্যমন্ত্রীকে কড়া ভাষায় আক্রমণ করেন তিনি। সেই সভা থেকেই রাষ্ট্রপতি শাষন জারি হওয়া প্রয়োজন বলে মন্তব্য করলেন বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা।

রবিবার উত্তর চব্বিশ পরগণার নীলগঞ্জে একটি ধর্মীয় সভায় উপস্থিত ছিলেন বিজেপি নেত্রী তথা সাংসদ লকেট চট্টোপাধ্যায় ও নেতা শঙ্কুদেব পণ্ডা। সেই সভা থেকে শঙ্কুদেব প্রশ্ন তোলেন, ”দেশের সংবিধান না মেনে মুখ্যমন্ত্রী কি এ রাজ্যকে বৃহত্তর বাংলাদেশ বানাতে চান ?” সেইসঙ্গে নাগরিকত্ব সংশোধিত আইন প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। দাবি করেন, মমতা বন্দোপাধ্যায় ‘পাল্টি খাচ্ছেন’। রাজ্যপালের সঙ্গে মুখ্যমন্ত্রী বিরোধের প্রসঙ্গ টেনে মমতা বন্দ্যোপাধ্যায়কে তুলোধোনা করেন বিজেপি নেতা। রাষ্ট্রপতি শাসনেরও দাবি জানান তিনি।
[আরও পড়ুন: ‘সন্ত্রাসবাদীদের জন্য মিছিল করছেন, আপনি ওপারে চলে যান’, মমতাকে কটাক্ষ দিলীপের]
এদিনের সভা থেকে মুখ্যমন্ত্রীকে তোপ দাগেন বিজেপির মহিলা মোর্চার নেত্রী লকেট চট্টোপাধ্যায়ও। তিনি বলেন, মুখ্যমন্ত্রী নাগরিকত্ব আইন নিয়ে মানুষকে ভুল বোঝাচ্ছে। তাঁর কথায়, “মমতা বন্দোপাধ্যায় যেভাবে মানুষকে বোকা বানাচ্ছেন তা বিস্ময়কর। হেমন্ত সোরেনের শপথ গ্রহন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর অংশগ্রহণকে কটাক্ষ করেন বিজেপি নেত্রী। বিজেপি সাংসদের কথায়, “মমতা বন্দোপাধ্যায় হেমন্ত সোরেনদের বিরুদ্ধে নির্বাচনে ২৬ জন প্রার্থীকে দাঁড় করিয়েছিলেন যাদের প্রত্যেকের জামানত জব্দ হয়েছে। এখন মানুষকে বোকা বানিয়ে তৃণমূল সুপ্রিমো স্রেফ বিজেপি বিরোধিতা করতে হেমন্ত সোরেনদের পাশে দাঁড়াচ্ছেন।” সেইসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ঝাড়খণ্ড যাত্রা করেছেন গুন্ডা ভাড়া করতে, বাবুল সুপ্রিয়র পথে হেঁটে একথাও বলেন লকেট। প্রসঙ্গত, নাগরিকত্ব আইনের বিরোধিতায় পথে নেমেছেন মুখ্যমন্ত্রী। যার জেরে বারবার বিজেপি নেতৃত্বের কটাক্ষ শিকার হচ্ছেন মুখ্যমন্ত্রী।
The post ‘ঝাড়খণ্ড গিয়েছিলেন গুন্ডা ভাড়া করতে’, মুখ্যমন্ত্রীকে কড়া আক্রমণ লকেটের appeared first on Sangbad Pratidin.