shono
Advertisement
FC Barcelona

কোপা দেল রে'র ফাইনালে এল ক্লাসিকো, ত্রিমুকুট জয়ের স্বপ্নে বার্সা

স্বপ্নের ফর্মে রয়েছে কাতালান জায়ান্টরা।
Published By: Prasenjit DuttaPosted: 12:10 PM Apr 03, 2025Updated: 01:49 PM Apr 03, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্বপ্নের ফর্মে রয়েছে তারা। লা লিগায় শীর্ষে। চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের থেকেও তারা ৩ পয়েন্টে এগিয়ে। এরই মধ্যে কোপা দেল রে'র ফাইনালে উঠল বার্সেলোনা। ফাইনালে তাদের সামনে রিয়াল মাদ্রিদ। সুতরাং ফাইনালে আরও একটা এল ক্লাসিকো দেখার অপেক্ষায় ফুটবলবিশ্ব।

Advertisement

কোপা দেল রে'র হাইভোল্টেজ সেমিফাইনালের দ্বিতীয় লেগে অ্যাটলেটিকো মাদ্রিদের মুখোমুখি হয় হ্যান্সি ফ্লিকের দল। প্রথমার্ধের ২৭ মিনিটে ফেরান তোরেসের একমাত্র গোলে জয়ের মুখ দেখে বার্সা। প্রথম লেগের ম্যাচে স্কোরলাইন ছিল ৪-৪। অর্থাৎ ৮ গোলের থ্রিলার দেখা গিয়েছিল। সুতরাং দুই লেগ মিলিয়ে ৫-৪ গোলে জিতে ফাইনালে জায়গা করে নিল বার্সেলোনা।

তুল্যমূল্য লড়াইয়ে সব বিভাগেই অ্যাটলেটিকো মাদ্রিদকে টেক্কা দিয়েছে কাতালান জায়ান্টরা। ৫৭ শতাংশ বল পজেশন ছিল তাদের। এই জয়ের ফলে ত্রিমুকুট জয়ের স্বপ্নে মশগুল তারা। বার্সা কোচ ম্যাচ জয়ের পর সে কথাই উসকে দিয়েছেন। তাঁর কথায়, "স্বপ্ন দেখার অনুমতি আছেই। তাই স্বপ্ন দেখাই যায়। তবে আমাদের আরও মনোযোগী থাকতে হবে। কঠোর পরিশ্রমও করতে হবে। ত্রিমুকুট জয় শক্ত হলেও অসম্ভব কিন্তু নয়।"

২৬ এপ্রিল কোপা দেল রে'র ফাইনালে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে বার্সা। ১১ বছর ফের ফাইনালে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল। ২০১৪ সালের ফাইনালে বার্সেলোনাকে ২-১ গোলে হারিয়েছিল রিয়াল মাদ্রিদ। বার্সেলোনা চাইবে এবারের ফাইনালে রিয়াল মাদ্রিদকে হারিয়ে মধুর প্রতিশোধ নিতে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • কোপা ডেল রে'র ফাইনালে উঠল তারা।
  • ফাইনালে তাদের সামনে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ।
  • ফাইনালে আরও একটা এল ক্লাসিকো দেখার অপেক্ষায় ভক্তরা।
Advertisement