shono
Advertisement
Yashasvi Jaiswal

মুম্বইয়ের সঙ্গে বনিবনা? রনজিতে নতুন স্কোয়াডে খেলবেন যশস্বী, একই পথে সূর্যও!

কোন দলের সঙ্গে যুক্ত হতে চলেছেন তাঁরা?
Published By: Prasenjit DuttaPosted: 05:15 PM Apr 02, 2025Updated: 11:03 AM Apr 03, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতীয় ক্রিকেটের অন্যতম সেরা প্রতিভা তিনি। টিম ইন্ডিয়ার হয়ে ১৯ টেস্ট খেলে আলোয় চলে এসেছেন ইতিমধ্যেই। এহেন যশস্বী জয়সওয়াল তাঁর কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে চলেছেন। জানা গিয়েছে, আগামী ঘরোয়া মরশুমে তিনি মুম্বইয়ের হয়ে আর খেলবেন না। সুতরাং তাঁকে রনজি ট্রফির নতুন মরশুমে অন্য দলের হয়ে খেলতে দেখা যাবে। 

Advertisement

তাহলে কোন দলের সঙ্গে যুক্ত হতে চলেছেন তিনি? উত্তর হল গোয়া। তাঁর এই সিদ্ধান্ত ব্যক্তিগত বলেই মনে করা হচ্ছে। আপাতত তিনি এনওসি চেয়ে মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনকে একটি ইমেল পাঠিয়েছেন বলে খবর। অর্জুন তেণ্ডুলকর, সিদ্ধেশ লাড-সহ বেশ কয়েকজন মুম্বই ক্রিকেটার সাম্প্রতিক অতীতে গোয়ায় যোগ দিয়েছিলেন। এবার সেই তালিকায় দেখা যেতে চলেছে যশস্বীকে। উল্লেখ্য, মুম্বইয়ের সঙ্গে যশস্বীর যোগ অনেকদিনের। অনূর্ধ্ব-১৯ থেকে তিনি মুম্বইয়ের রাজ্য দলের হয়ে খেলে আসছেন।

অস্ট্রেলিয়ায় বর্ডার-গাভাসকর ট্রফি থেকে ফিরে রনজি ট্রফিতে মুম্বইয়ের হয়ে খেলতে দেখা গিয়েছিল এই বাঁ-হাতি ব্যাটারকে। মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনের একটি সূত্র সর্বভারতীয় এক সংবাদমাধ্যমকে জানিয়েছে, 'আমাদের কাছ থেকে এনওসি চেয়েছেন যশস্বী। গোয়ায় যোগ দেওয়াটা তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত।'

এবারের আইপিএলে যশস্বী রয়েছেন রাজস্থান রয়্যালসে। শুরুটা ভালো হয়নি তাঁর। তিন ম্যাচে করেছেন মাত্র ৩৪ রান। গড় ১১.৩৩। স্ট্রাইক রেট ১০৬.২৫। টি-টোয়েন্টির নিরিখে যাকে বেশ খারাপই বলতে হয়। তিনটে ইনিংসে তাঁর রান যথাক্রমে ১, ২৯, ৪। গত মরশুম থেকেই পাওয়ার প্লে-তে খুব একটা স্বাচ্ছন্দ্যে দেখা যায়নি যশস্বীকে। ১৮ বারের মধ্যে ৮ বারই তিনি প্রথম তিন ওভারের মধ্যে আউট হয়েছেন। অর্থাৎ ৪৪ শতাংশ ডিসমিসাল রেট। ২০২৪ সালের আইপিএলে সবমিলিয়ে তাঁর রান ছিল ৪৩৫। গোটা টুর্নামেন্টে করেছিলেন একটিই মাত্র সেঞ্চুরি এবং হাফসেঞ্চুরি। উল্লেখ্য, গত দু'টি মরশুমে তাঁর আক্রমণাত্মক শট খেলার প্রবণতাও আগের দুই মরশুমের তুলনায় ৭০ শতাংশে নেমে এসেছে।

এদিকে খবর, যশস্বীর পথ অনুসরণ করতে চলেছেন সূর্যকুমার যাদবও। যদিও এ ব্যাপারে এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। সূত্রের খবর, তিনিও নাকি যশস্বীর মতো গোয়া দলেই যোগ দেবেন। রনজি ট্রফিতে এলিট গ্রুপে ওঠার পর গোয়া ক্রিকেট অ্যাসোসিয়েশন এখন দেশজুড়ে ক্রিকেটারদের সঙ্গে যোগাযোগ করছে। কয়েকদিন আগে যশস্বীর সঙ্গে আলোচনা বাস্তবায়িত হয়েছে। এখন নাকি তারা সূর্যকুমারকেও গোয়ায় খেলার ব্যাপারে প্রস্তাব দিয়েছে। এখানেই শেষ নয়, হায়দরাবাদ অধিনায়ক তিলক বর্মার সঙ্গে যোগাযোগ করা হয়েছে বলেও জল্পনা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • টিম ইন্ডিয়ার হয়ে ১৯ টেস্ট খেলে আলোয় চলে এসেছেন ইতিমধ্যেই।
  • এহেন যশস্বী জয়সওয়াল তাঁর কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে চলেছেন।
  • আগামী ঘরোয়া মরশুমে তিনি মুম্বইয়ের হয়ে আর খেলবেন না।
Advertisement