সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দুজনেই ক্রিকেটের কিংবদন্তি। একজন এখনও আন্তর্জাতিক ক্রিকেট দাপিয়ে খেলছেন। আরেকজন জাতীয় দল থেকে অবসর নিলেও আইপিএলে আগুন ছোটান। দেশের জার্সিতেও নেতৃত্বের ব্যাটন বিরাট পেয়েছিলেন ধোনির থেকেই। মাঠের বাইরেও দুজনের সম্পর্ক যথেষ্ট ঘনিষ্ঠ। দুজনের রসায়ন নিয়ে কী বললেন ধোনি?
মাঠে একসময় ঝড় তুলত ‘মাহিরাট’ জুটি। তাঁদের ‘রানিং বিট্যুইন দ্য উইকেট’ দেখে অবাক হতেন দর্শকরা। একসঙ্গে খেলে একের পর এক ম্যাচ জিতিয়েছেন ভারতকে। এখন যদিও দুজনের পথ আলাদা। আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে যাওয়ার পর ধোনিকে এখন শুধু দেখা যায় আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে। কিন্তু দেশের জার্সিতে এখনও ফুল ফোটাচ্ছেন বিরাট। টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে তাঁর ইনিংস এখনও চোখে লেগে রয়েছে ক্রিকেটভক্তদের।
[আরও পড়ুন: চার ওভারে শূন্য রান, শিকার এক উইকেট, টি-টোয়েন্টিতে বিরল নজির ভারতীয় বংশোদ্ভূত বোলারের]
যদিও মাঠের বাইরে আজও অটুট দুজনের সম্পর্ক। ঠিক কীরকম সেই সম্পর্ক? সে বিষয়ে একটি ভিডিওয় ধোনির বক্তব্য শোনা যায়, "আমরা ২০০৮-০৯ থেকে একসঙ্গে খেলছি। যদিও দুজনের মধ্যে বয়সের ফারাক রয়েছে। নিজেদের সম্পর্ক কীভাবে ব্যাখ্যা করব? জানি না, আমি ওর বড় দাদার মতো কিনা? নাকি অন্যকিছু? আমরা দুজনে সতীর্থ, যারা একসঙ্গে ভারতের হয়ে দীর্ঘদিন খেলেছি। বিরাট বিশ্বক্রিকেটের অন্যতম সেরা ব্যাটার।"
[আরও পড়ুন: লর্ডস টেস্টে দুই ইনিংসেই সেঞ্চুরি, নজর কি এবার শচীনের রেকর্ডে? উত্তর দিলেন রুট]
বিরাটও এর আগে বহুবার বলেছেন দুজনের সুসম্পর্কের কথা। গত আইপিএলে চেন্নাই-বেঙ্গালুরু ম্যাচের আগেও বিরাটের মুখে উঠে এসেছিল দুজনের ম্যাচ জেতানো অসংখ্য মুহূর্তের কথা। কদিন আগেই ধোনি জানিয়েছিলেন, দুজনের যখন দেখা হয়, তখন তাঁরা আলাদা হয়ে যান। অনেকক্ষণ আড্ডা মারেন। বিভিন্ন বিষয়ে কথা বলেন।