shono
Advertisement

রিলায়েন্স কর্ণধারের ‘আচ্ছে দিন’! বিশ্বের ধনীদের তালিকায় চতুর্থ স্থানে মুকেশ আম্বানি

কত টাকার সম্পত্তির মালিক তিনি? The post রিলায়েন্স কর্ণধারের ‘আচ্ছে দিন’! বিশ্বের ধনীদের তালিকায় চতুর্থ স্থানে মুকেশ আম্বানি appeared first on Sangbad Pratidin.
Posted: 03:59 PM Aug 08, 2020Updated: 05:40 PM Aug 08, 2020

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বের ধনীদের তালিকায় চতুর্থ স্থানে মুকেশ আম্বানি (Mukesh Ambani)। এক মাসেরও কম সময় সপ্তম থেকে চতুর্থ স্থানে উঠে এলেন তিনি। শনিবার ব্লুমবার্গ বিলিনিয়রসের তালিকা অনুযায়ী, রিলায়েন্স গোষ্ঠীর (Reliance) কর্ণধারের সম্পত্তির মূল্য ৮০.৬ বিলিয়ন ডলার। অথচ জুলাই মাসের ২৩ তারিখে তিনি ছিলেন পঞ্চম স্থানে। মাত্র দশ-বারো দিনের মধ্যে আরও এক ধাপ উঠে এলেন তিনি। তাঁর আগে আর মাত্র তিনজন রয়েছেন।

Advertisement

গত ১০ জুলাই বিশ্বের সপ্তম ধনীতম ব্যক্তি ছিলেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের (Reliance Industry) কর্ণধার। বার্কশায়ার হ্যাথাওয়ের সিইও ওয়ারেন বাফেটকে পিছনে ফেলে এই স্থান দখল করেন তিনি। এর মাত্র ১২ দিনের মধ্যে পাঁচ নম্বরে পৌঁছে যান মুকেশ। ওয়ারেন বাফেটকে পিছনে ফেলে পঞ্চম স্থান দখল করেন তিনি। আম্বানির মোট সম্পদের মূল্য ছিল ৭৫ বিলিয়ন মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায় যা দাঁড়ায় প্রায় ৫.৬১ লক্ষ কোটি টাকা। এখন ৮০.৬ বিলিয়ন ডলার মূল্যের সম্পত্তির মালিক মুকেশ আম্বানির আগে রয়েছেন জেফ বেজস, বিল গেটস ও মার্ক জুকারবার্গ। তাঁদের সম্পত্তির পরিমাণ যথাক্রমে ১৮৭ বিলিয়ন, ১২১ বিলিয়ন ও ১০২ বিলিয়ন ডলার।

[আরও পড়ুন : ‘সরকার মুক, বধির এবং অন্ধ’, এবার আশাকর্মীদের বেতনবৃদ্ধির দাবিতে সরব রাহুল]

লকডাউনের বাজারে যখন বিভিন্ন শিল্প-কারখানায় তালা ঝুলছে, পাট গোটাচ্ছে বিভিন্ন সংস্থা, ঠিক সেই সময় উলটো ছবি দেখা গিয়েছে রিলায়েন্সে। জিও-তে (Jio) একের পর এক বিনিয়োগ এসেছে। ফেসবুক-গুগল-সহ একাধিক সংস্থা রিলায়েন্সের শেয়ার কিনেছে। ফলে একদিকে যেমন সংস্থার মূলধন বেড়েছে, তেমনই বেড়েছে শেয়ার মূল্যও। আর সেই কল্যাণেই সম্পদ বেড়েছে মুকেশ আম্বানিরও।

[আরও পড়ুন : কোষাগার ফাঁকা! এবার কর্মীদের সন্তানের পড়াশোনার ভাতাও বন্ধ করল রেল]

The post রিলায়েন্স কর্ণধারের ‘আচ্ছে দিন’! বিশ্বের ধনীদের তালিকায় চতুর্থ স্থানে মুকেশ আম্বানি appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement