shono
Advertisement

‘অন্যের ধর্মে এমন বদল করে দেখাক তো’, রাবণ বিতর্কে সইফকে তোপ মুকেশের

পরের ছবিতে রাবণকে মানবিক রূপে দেখানো হবে,মন্তব্য করেছিলেন সইফ।
Posted: 01:43 PM Dec 09, 2020Updated: 01:45 PM Dec 09, 2020

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাবণকে ‘মানবিক’  এবং সীতাহরণকে ন্যায়ের দৃষ্টিতে দেখানো হবে তাঁর ছবিতে। এই‌ মন্তব্য করে বিতর্কে জড়িয়েছিলেন বলিউডের নবাব সইফ আলি খান (Saif Ali Khan)। পরে ক্ষমা চেয়ে নিলেও বিতর্ক পিছু ছাড়ছে না তাঁর। এবার তাঁর বিরুদ্ধে তোপ দাগলেন বর্ষীয়ান অভিনেতা মুকেশ খান্না (Mukesh Khanna)।

Advertisement

একটি দীর্ঘ ভিডিও পোস্ট করে সইফের উদ্দেশে কটাক্ষ করেন তিনি। পাশাপাশি বারবার সিনেমা নির্মাতারা হিন্দু ধর্মকে আক্রমণ করছেন বলেও অভিযোগ তোলেন। তাঁর কথায়, ‘‘বারবার আমাদের ধর্মকে আক্রমণ করে সিনেমা বানানো হচ্ছে। কয়েকদিন আগেই ‘লক্ষ্মী বম্ব’ নিয়ে বিতর্ক হয়েছিল। এবার আরও একটা আক্রমণ। জনপ্রিয় অভিনেতা সইফ আলি খান এক সাক্ষাৎকারে আপত্তিকর কথা বলেছেন তাঁর ছবি ‘আদিপুরুষ’ নিয়ে। সেখানে নাকি তিনি রাবণের ভূমিকায় অভিনয় করবেন। ছবিতে রাবণ শয়তান নন। তিনি মানুষ। তাঁকে দয়ালু হিসেবে দেখানো হবে।’’

[আরও পড়ুন: মানুষের পাশে দাঁড়াতে ১০ কোটি টাকার বিনিমিয়ে নিজের সম্পত্তি বন্ধক রাখলেন সোনু সুদ!]

রাবণকে যে এভাবে দেখানো যায় না, সেকথা জোরের সঙ্গে বলেন মুকেশ। তাঁর দাবি, ‘‘অন্য ধর্ম নিয়েও এমন বদল কেউ করে দেখাক তো। খারাপকে ভাল আর ভালকে খারাপ হিসেবে দেখাক। আরে, রাম কখনও রাবণ হতে পারেন না। রাবণও একইভাবে রাম হতে পারেন না। তাহলে রাবণকে এই দয়ালু দেখানোর কথাটা আসছে কী করে? এর পিছনে কোন উদ্দেশ্য রয়েছে?’’

সইফের ক্ষমা চাওয়াতেও অসন্তোষ প্রকাশ করে ‘শক্তিমান’ অভিনেতার বক্তব্য, একবার তির মেরে কিংবা কাউকে আঘাত করে তারপর ‘সরি’ বলে দিলেই হয় না। তাঁর সাফ কথা, ‘‘আমরা এটা মানছি না। বলার আগে ভাবেননি কেন?’’

[আরও পড়ুন: সত্যি করোনা হয়েছে তো? নেটিজেনের বাঁকা প্রশ্নের মোক্ষম জবাব দিলেন বরুণ ধাওয়ান]

প্রসঙ্গত, ‘মুম্বই মিরর’-কে দেওয়া ওই সাক্ষাৎকার প্রকাশের পরেই সইফের মন্তব্য ঘিরে নিন্দার ঝড় ওঠে নেটদুনিয়ায়। টুইট করে ক্ষোভ উগরে দেন বিজেপি নেতা রাম কদমও (Ram Kadam)।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement