সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রোহিত শর্মার অধিনায়কত্ব যাওয়া নিয়ে যতই বিতর্ক হোক, সেসবে কান দিতে নারাজ মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। ভারত অধিনায়ককে সরিয়ে হার্দিককে অধিনায়ক করার মধ্যে কোনও অন্যায় দেখছে না মুম্বই কর্তৃপক্ষ। বরং তাঁরা এই প্রক্রিয়াকে স্বাভাবিক এবং কালের নিয়ম হিসাবেই বর্ণনা করছে।
রোহিতকে সরিয়ে হার্দিককে অধিনায়ক করার ঘোষণা করেছিলেন জয়বর্ধনে। তিনি স্পষ্ট বলছেন, ভবিষ্যতের কথা ভেবে এই সিদ্ধান্ত নিতেই হত। তাছাড়া এমন নয় যে রাতারাতি এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অনেক আলাপ আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া। এবং সেই সিদ্ধান্তে নেওয়ার প্রক্রিয়ায় ছিলেন রোহিত নিজেও।
[আরও পড়ুন: ভিডিও না তুললে…! উপরাষ্ট্রপতির ‘মিমিক্রি’ বিতর্কে ঘুরিয়ে রাহুলকেই কাঠগড়ায় তুললেন মমতা?]
এক্ষেত্রে শচীনের উদাহরণ তুলে তিনি বলছেন, “শচীনও তরুণদের সঙ্গে খেলেছে। ও নিজেও অন্যদের হাতে নেতৃত্ব ছেড়ে দিয়েছিল যাতে দলকে সঠিক পথে নিয়ে যেতে পারে। এটাও একই ব্যাপার।” মুম্বই ইন্ডিয়ান্সের তরফে আরও বলা হয়েছে, ”সিদ্ধান্ত নেওয়ার আগে প্রতিটি ক্রিকেটারের সঙ্গে আলোচনা করা হয়েছিল। প্রত্যেককে জানানো হয়েছিল। সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় রোহিতও ছিল।” ৫০ ওভারের বিশ্বকাপের (ICC World Cup 2023) আগেই রোহিত শর্মা (Rohit Sharma) জানতেন মুম্বই ইন্ডিয়ান্সের নেতৃত্ব এবার যাচ্ছে তাঁর।
[আরও পড়ুন: সাসপেন্ড আরও দুই সাংসদ, কার্যত বিরোধীশূন্য লোকসভা]
জয়বর্ধনে মানছেন, রোহিতকে সরানোর সিদ্ধান্ত খুব কঠিন ছিল। কারণ, এই সিদ্ধান্তের সঙ্গে আবেগ জড়িয়ে ছিল। সমর্থকেরাও অবাক হয়েছিলেন। কিন্তু সিদ্ধান্ত নিতেই হত। তাঁর দাবি, ম্যানেজমেন্ট দু’বার আলোচনায় বসেছিল। তার পরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়।