shono
Advertisement
Bardhaman

অনুমতি ছাড়াই ৮ তলা বিল্ডিং! চোখে পড়তেই 'অ্যাকশন' পুরপ্রধানের

মঙ্গলবার সকালে এই নির্মীয়মাণ আবাসনে যান পুরপ্রধান। সঙ্গে ছিলেন পুরসভার ইঞ্জিনিয়াররা।
Published By: Subhankar PatraPosted: 03:29 PM Dec 03, 2024Updated: 03:43 PM Dec 03, 2024

সৌরভ মাজি, বর্ধমান: জবরদখল ও বেআইনি নির্মাণ রুখতে কড়া মন্তব্য করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মতো মঙ্গলবার সকালে শহরের প্রাণকেন্দ্রে বেআইনি বহুতল নির্মাণ বন্ধে পদক্ষেপ নিল বর্ধমান পুরসভার পুরপ্রধান পরেশচন্দ্র সরকার। আগামী সাতদিনের মধ্যে মালিকপক্ষকে সঠিক কাগজপত্র দেখানোর নোটিস দেওয়া হয়েছে। তা দেখাতে না পারলে নির্মাণটি ভেঙে ফেলা ও মালিকপক্ষের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন চেয়ারম্যান।

Advertisement

বর্ধমানে কালীবাজার এলাকায় একটি ৮ তলা আবাসন নির্মাণের কাজ চলছিল। অভিযোগ, ওই নির্মাণের জন্য মালিকপক্ষের কাছে পুরসভার অনুমোদন নেই। আরও অভিযোগ, কয়েকবার কাগজ দেখানোর কথা বলা হলেও আমল দেননি তাঁরা। তবে মালিকপক্ষের দাবি, ২০১৮ সালে নির্মাণের জন্য নকশার ছাড়পত্র নেওয়া হয়েছিল। কিন্তু পুরসভা পালটা জানিয়েছে, যেখানে ৮ তলা আবাসনের কাজ চলছে সেখানে এই নির্মাণ করা যায় না। মঙ্গলবার সকালে এই নির্মীয়মাণ আবাসনে যান পুরপ্রধান। সঙ্গে ছিলেন পুরসভার ইঞ্জিনিয়াররা। মাপজোখের পর কাজ বন্ধের নোটিস টাঙিয়ে দেন তাঁরা।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে পুরসভার অভিযানের আগে সেখানে কাজ চলছিল। কোনওভাবে পুরপ্রধানের আসার খবর পেয়ে পালিয়ে যায় সবাই। ঘটনাস্থলে ছিলেন এক সিকিউরিটি গার্ড। তিনি জানান, একটি বেসরকারি সংস্থার তরফ থেকে তাঁকে এখানে নিয়োগ করা হয়েছে। তিনি কিছুই জানে না। পুরপ্রধান পরেশচন্দ্র সরকার বলেন, "শহরের প্রাণকেন্দ্রে বেআইনি নির্মাণ চলছিল। মালিকপক্ষকে অনেকবার কাগজপত্র নিয়ে পুরসভায় যেতে বলা হয়েছিল। তাঁরা যাননি। বাধ্য হয়ে কাজ বন্ধের মতো কড়া সিদ্ধান্ত নিতে হল। আগামী সাত দিনের মধ্যে এই নির্মাণের সঠিক কাগজপত্র দেখাতে না পারলে আইনানুগ ব্যব্স্থা নেওয়া হবে।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • জবরদখল ও বেআইনি নির্মাণ রুখতে কড়া মন্তব্য করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
  • সেই মতো আরও একবার অভিযান চালাল বর্ধমান পুরসভা।
  • মঙ্গলবার সকালে শহরের প্রাণকেন্দ্রে বেআইনি বহুতল নির্মাণ বন্ধ করলেন পুরপ্রধান পরেশচন্দ্র সরকার।
Advertisement